Ajker Patrika

মাছ চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর ১০ জনকে পুলিশে সোপর্দ 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মাছ চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর ১০ জনকে পুলিশে সোপর্দ 

রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় ১০ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে জানা গেছে। 

এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে আরও আটজন পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার বশকইল গ্রামের শুকুর, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের সম্পদ চন্দ্র দাস, অর্জুন, বগুড়া শিবগঞ্জের বিলহামলা গ্রামের খাইরুল ইসলাম, শাহাদাত, বুড়িগঞ্জ গ্রামের সুমন ও সুপদ। 

ধরমপুর গ্রামের বাসিন্দা ও মৎস্যচাষি মো. রাজীব বলেন, ‘এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নিঃস্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আসা চোর সিন্ডিকেট এই অঞ্চলে মাছ চুরি করে আসছিল।’ 

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮ জন সদস্য বিলে নামে। এমন সময় এলাকাবাসীর হাতে ১০ জন আটক হলেও অন্য আরও ৮ জন পালিয়ে যান। 

দুর্গাপুর থানার এসআই মাহফুজ আলম জানান, গভীর রাতে বিভিন্ন জেলা থেকে আসা চোর চক্রটির সদস্যরা ধরমপুর গ্রামের বিলে কয়েকটি পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিকে থেকে তাঁদের ঘিরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁরা আন্তজেলা মাছ চোর চক্রের সদস্য বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত