নাটোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে ইয়াসিন ইসলাম (১৭) নামে এক ছাত্রকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ অজ্ঞাত ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে।
আজ রোববার বিকেলে নিহত ছাত্র ইয়াসিন আলীর বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ইয়াসিন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা।
মামলার আরজিতে বাদী মো. ফজের আলী জানান, গত ১৮ জুলাই থেকে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তার ছেলে ইয়াসিন ইসলাম। গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় আসামি শফিকুল ইসলাম শিমুলের মদদে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সেখানে অবস্থানরত ছাত্রদের মারপিট শুরু করে। এর পর শরিফুল ইসলাম রমজানের হুকুমে তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিস্থিতি অবনতির শঙ্কায় ইয়াসিনকে শিমুলের জান্নাতি প্যালেস বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। ৫ আগস্ট বিকেলে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯টার সময় ওই বাড়ির কক্ষ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করেন।
মামলার বাকি আসামিরা হলেন—নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. মোর্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মো. ফিরোজ, অ্যাডভোকেট আ. মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, বাবুল আকতার, মজিবুর রহমান, সায়েম হোসেন উজ্জ্বল, আকরামুল ইসলাম আক্কু বিহারী, মো. নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত সাহা, মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামানিক, নয়ন সরকার, আরিফুর রহমান মাসুমসহ ১১১ জন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে ইয়াসিন ইসলাম (১৭) নামে এক ছাত্রকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ অজ্ঞাত ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে।
আজ রোববার বিকেলে নিহত ছাত্র ইয়াসিন আলীর বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ইয়াসিন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা।
মামলার আরজিতে বাদী মো. ফজের আলী জানান, গত ১৮ জুলাই থেকে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তার ছেলে ইয়াসিন ইসলাম। গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় আসামি শফিকুল ইসলাম শিমুলের মদদে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সেখানে অবস্থানরত ছাত্রদের মারপিট শুরু করে। এর পর শরিফুল ইসলাম রমজানের হুকুমে তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিস্থিতি অবনতির শঙ্কায় ইয়াসিনকে শিমুলের জান্নাতি প্যালেস বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। ৫ আগস্ট বিকেলে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯টার সময় ওই বাড়ির কক্ষ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করেন।
মামলার বাকি আসামিরা হলেন—নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. মোর্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মো. ফিরোজ, অ্যাডভোকেট আ. মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, বাবুল আকতার, মজিবুর রহমান, সায়েম হোসেন উজ্জ্বল, আকরামুল ইসলাম আক্কু বিহারী, মো. নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত সাহা, মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামানিক, নয়ন সরকার, আরিফুর রহমান মাসুমসহ ১১১ জন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে