শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল)। ৮ হাজার ১৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।
তৌহিদুর রহমান মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু (হ্যাঙ্গার) পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।
শফিকুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে জানান, পৌরসভার ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন।
নির্বাচনে মোট ১২ হাজার ৯২৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৬৬ দশমিক ৩৬ শতাংশ। নির্বাচনে মোট চার প্রার্থী অংশ নেন। বাকি দুই প্রার্থী হলেন আব্দুল খালেক (মোবাইল), তিনি ২১০ ভোট পান। অপরজন হামদান মণ্ডল (জগ) পেয়েছেন ১৭২ ভোট।
এর আগে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ। দুপুর আড়াইটার দিকে উপজেলার শব্দলদীঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পার্শ্ববর্তী কাঞ্জেহারি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনের ১১টি ভোট কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে প্রশাসন। এ কারণে প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পরিবেশ সুষ্ঠু রাখতে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়টি ওয়ার্ডে সার্বক্ষণিক নির্বাচন তদারকির দায়িত্ব পালন করছেন। এছাড়াও দুই প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিল।
উল্লেখ্য, তৌহিদুর রহমান মানিক পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রার্থী হয়েছিলেন। এতে পৌরসভার মেয়র পদ শূন্য হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল)। ৮ হাজার ১৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।
তৌহিদুর রহমান মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু (হ্যাঙ্গার) পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।
শফিকুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে জানান, পৌরসভার ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন।
নির্বাচনে মোট ১২ হাজার ৯২৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৬৬ দশমিক ৩৬ শতাংশ। নির্বাচনে মোট চার প্রার্থী অংশ নেন। বাকি দুই প্রার্থী হলেন আব্দুল খালেক (মোবাইল), তিনি ২১০ ভোট পান। অপরজন হামদান মণ্ডল (জগ) পেয়েছেন ১৭২ ভোট।
এর আগে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ। দুপুর আড়াইটার দিকে উপজেলার শব্দলদীঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পার্শ্ববর্তী কাঞ্জেহারি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনের ১১টি ভোট কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে প্রশাসন। এ কারণে প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পরিবেশ সুষ্ঠু রাখতে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়টি ওয়ার্ডে সার্বক্ষণিক নির্বাচন তদারকির দায়িত্ব পালন করছেন। এছাড়াও দুই প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিল।
উল্লেখ্য, তৌহিদুর রহমান মানিক পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রার্থী হয়েছিলেন। এতে পৌরসভার মেয়র পদ শূন্য হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
২৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৩৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে