চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৭: ৪৩
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮: ১১

চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা করার পর রাতে বাড়ি থেকে বাবলাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে নাটোর আমলি আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার বাবলা নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। এর মধ্যে পাট ব্যবসায়ী চাঁদার ৫ হাজার ২০০ টাকা দেন কৃষক দলের নেতা বাবলাকে। পরে বাকি চাঁদার টাকা আদায়ে চাপ দিলে গতকাল পাট ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত