পাবনা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১২ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৩ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৫ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৬ মিনিট আগে