নীলফামারী প্রতিনিধি
নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ হয়েছে। আজ বৃহস্পতিবার চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীদের অবরোধের মুখে পড়ে।
খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনার পরে তাদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে বেলা ১টা ০৫ মিনিটে সেখান থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে স্টেশনের প্ল্যাটফর্মে নীলফামারীবাসীর ব্যানারে সমাবেশ ও মানববন্ধন হয়।
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আমিন স্বপন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রত্না রানী রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম প্রমুখ।
জানা যায়, ঢাকা-চিলাহাটি নতুন একটি আন্তনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। আগামী ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি ওই ট্রেনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।
নতুন আন্তনগর ট্রেনটি সপ্তাহের শনিবার বাদে ছয় দিন নিয়মিত চলাচল করবে। ট্রেনটি চিলাহাটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩টা ১০ মিনিটে। ঢাকা থেকে বিকেল সোয়া ৪টায় ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত পৌনে ২টায়।
চায়না থেকে আমদানি করা নতুন ওই ট্রেনের আসনসংখ্যা ৭৯২ টি। চিলাহাটির পর প্রথমদিকে আটটি স্টেশনে বিরতির কথা বলা হলে পরে দশটি স্টেশনের কথা বলা হয়।
এরই প্রস্তুতি হিসেবে গত ২৯ মে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারেণ্টেনডেণ্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে ট্রেনের নাম প্রস্তাব করা হয়। এরপর ৩০ মে রেলপথ মন্ত্রণালয় ‘চিলাহাটি এক্সপ্রেস’ নাম উল্লেখ করে রেলওয়ে দপ্তরকে আরেকটি চিঠি দেয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদে গতকাল বুধবার শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা নামকরণের পাশাপাশি ট্রেনের ৮০ শতাংশ আসন বরাদ্দের দাবি জানান।
নীলফামারী রেল স্টেশন মাস্টার মো. ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নীলফামারীবাসীর ব্যানারে স্টেশনের প্ল্যাটফর্মে এক ঘণ্টার বেশি সময় মানববন্ধন সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৫৫ মিনিটে স্টেশনে প্রবেশ করলে অবরোধের মুখে পড়ে। অনুরোধে অবরোধ তুলে নিলে ১০ মিনিট বিলম্বে ট্রেনটিকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।’
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ ইতিমধ্যে নতুন ট্রেনের ট্রায়ালও শেষ করা হয়েছে বলে জানান তিনি।
নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ হয়েছে। আজ বৃহস্পতিবার চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীদের অবরোধের মুখে পড়ে।
খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনার পরে তাদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে বেলা ১টা ০৫ মিনিটে সেখান থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে স্টেশনের প্ল্যাটফর্মে নীলফামারীবাসীর ব্যানারে সমাবেশ ও মানববন্ধন হয়।
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আমিন স্বপন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রত্না রানী রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম প্রমুখ।
জানা যায়, ঢাকা-চিলাহাটি নতুন একটি আন্তনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। আগামী ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি ওই ট্রেনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।
নতুন আন্তনগর ট্রেনটি সপ্তাহের শনিবার বাদে ছয় দিন নিয়মিত চলাচল করবে। ট্রেনটি চিলাহাটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩টা ১০ মিনিটে। ঢাকা থেকে বিকেল সোয়া ৪টায় ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত পৌনে ২টায়।
চায়না থেকে আমদানি করা নতুন ওই ট্রেনের আসনসংখ্যা ৭৯২ টি। চিলাহাটির পর প্রথমদিকে আটটি স্টেশনে বিরতির কথা বলা হলে পরে দশটি স্টেশনের কথা বলা হয়।
এরই প্রস্তুতি হিসেবে গত ২৯ মে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারেণ্টেনডেণ্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে ট্রেনের নাম প্রস্তাব করা হয়। এরপর ৩০ মে রেলপথ মন্ত্রণালয় ‘চিলাহাটি এক্সপ্রেস’ নাম উল্লেখ করে রেলওয়ে দপ্তরকে আরেকটি চিঠি দেয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদে গতকাল বুধবার শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা নামকরণের পাশাপাশি ট্রেনের ৮০ শতাংশ আসন বরাদ্দের দাবি জানান।
নীলফামারী রেল স্টেশন মাস্টার মো. ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নীলফামারীবাসীর ব্যানারে স্টেশনের প্ল্যাটফর্মে এক ঘণ্টার বেশি সময় মানববন্ধন সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৫৫ মিনিটে স্টেশনে প্রবেশ করলে অবরোধের মুখে পড়ে। অনুরোধে অবরোধ তুলে নিলে ১০ মিনিট বিলম্বে ট্রেনটিকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।’
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ ইতিমধ্যে নতুন ট্রেনের ট্রায়ালও শেষ করা হয়েছে বলে জানান তিনি।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে