হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রার্থিতা বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। আজ মঙ্গলবার সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’
অন্যদিকে সংসদ সদস্য প্রার্থীর এমন অসৌজন্যমূলক আচরণের কারণে সংবাদ প্রচার বর্জন করেন স্থানীয় সিনিয়র সাংবাদিকেরা। শুধু তা-ই নয়, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। আগেও সংবাদের ভাষা পরিবর্তনসহ সাংবাদিকদের নিয়ে নানা ধরনের বক্তব্য দেন আতাউর রহমান প্রধান।
আজ (মঙ্গলবার) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের আতাউর রহমান প্রধান বলেন, ‘আপনারা আমার প্রার্থিতা গতকালকে বাতিল করে দিয়েছেন। আমার প্রার্থিতা কি বাতিল হয়েছে? তাহলে কালকে কেন এমন নিউজ করলেন! আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’
এসব কথাবার্তার মধ্য দিয়ে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আতাউর রহমান প্রধান। এ সময় সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সাজু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর সংবাদ প্রচার বর্জন করে চলে যান।
মঙ্গলবার লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের প্রার্থিতা নিয়ে আদালতে একটি রায় প্রকাশ হয়। সেই রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যম একটি সংবাদ প্রকাশ করে। সেই সংবাদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন। আর সেই লেখালেখির কারণে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আতাউর রহমান প্রধান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি সঙ্গে সঙ্গেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’
এ বিষয়ে জানতে লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আতাউর রহমান প্রধানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রার্থিতা বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। আজ মঙ্গলবার সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’
অন্যদিকে সংসদ সদস্য প্রার্থীর এমন অসৌজন্যমূলক আচরণের কারণে সংবাদ প্রচার বর্জন করেন স্থানীয় সিনিয়র সাংবাদিকেরা। শুধু তা-ই নয়, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। আগেও সংবাদের ভাষা পরিবর্তনসহ সাংবাদিকদের নিয়ে নানা ধরনের বক্তব্য দেন আতাউর রহমান প্রধান।
আজ (মঙ্গলবার) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের আতাউর রহমান প্রধান বলেন, ‘আপনারা আমার প্রার্থিতা গতকালকে বাতিল করে দিয়েছেন। আমার প্রার্থিতা কি বাতিল হয়েছে? তাহলে কালকে কেন এমন নিউজ করলেন! আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’
এসব কথাবার্তার মধ্য দিয়ে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আতাউর রহমান প্রধান। এ সময় সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সাজু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর সংবাদ প্রচার বর্জন করে চলে যান।
মঙ্গলবার লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের প্রার্থিতা নিয়ে আদালতে একটি রায় প্রকাশ হয়। সেই রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যম একটি সংবাদ প্রকাশ করে। সেই সংবাদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন। আর সেই লেখালেখির কারণে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আতাউর রহমান প্রধান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি সঙ্গে সঙ্গেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’
এ বিষয়ে জানতে লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আতাউর রহমান প্রধানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
১ মিনিট আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে
১১ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় কিশোর ছেলেসহ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। চুরি ও মাদক সেবনের অভিযোগে ডাকা সালিসে না আসায় শত শত লোকজন তাঁদের বাড়িতে গিয়ে এই হামলা চালান বলে এলাকাবাসী জানিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এই
১৪ মিনিট আগে