নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতুল ইসলাম উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গ্রাম ভাদুরিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনায় রাতুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। উপজেলার ভাদুরিয়া এলাকার মহাসড়কে দিঘিরত্না এলাকায় ট্রাক ওভারটেকিং করে আসার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাতুলকে পাশের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৃত্যুর আগে লিখে যাওয়া নিজের ফেসবুক প্রোফাইল বায়োতে পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বায়ো পোস্টে রাতুল ইসলাম নিজের বাইকের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে লিখেছেন ‘কোনো মেয়ে আমাকে এসএমএস দেবেন না, আমি নারীতে আসক্ত না, বাইক এ।’
রাতুলের বন্ধু এনামুল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতুলের মাত্র সাড়ে ৪ মাস হলো বিয়ে হয়েছে। রাতুল ছোট থেকেই বাইক পছন্দ করত, বিভিন্ন সময় বাইক নিয়ে তার কাছে অভিব্যক্ত শুনেছি। রাতুল খুব ভালো বাইক চালাতো, গতকাল ঘনকুয়াশা ছিল তাই এমন দুর্ঘটনা হয়েছে।’
ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, আজ শুক্রবার বাদ জুমা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতুল ইসলাম উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গ্রাম ভাদুরিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনায় রাতুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। উপজেলার ভাদুরিয়া এলাকার মহাসড়কে দিঘিরত্না এলাকায় ট্রাক ওভারটেকিং করে আসার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাতুলকে পাশের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৃত্যুর আগে লিখে যাওয়া নিজের ফেসবুক প্রোফাইল বায়োতে পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বায়ো পোস্টে রাতুল ইসলাম নিজের বাইকের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে লিখেছেন ‘কোনো মেয়ে আমাকে এসএমএস দেবেন না, আমি নারীতে আসক্ত না, বাইক এ।’
রাতুলের বন্ধু এনামুল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতুলের মাত্র সাড়ে ৪ মাস হলো বিয়ে হয়েছে। রাতুল ছোট থেকেই বাইক পছন্দ করত, বিভিন্ন সময় বাইক নিয়ে তার কাছে অভিব্যক্ত শুনেছি। রাতুল খুব ভালো বাইক চালাতো, গতকাল ঘনকুয়াশা ছিল তাই এমন দুর্ঘটনা হয়েছে।’
ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, আজ শুক্রবার বাদ জুমা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
বন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
১ মিনিট আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে
১১ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় কিশোর ছেলেসহ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। চুরি ও মাদক সেবনের অভিযোগে ডাকা সালিসে না আসায় শত শত লোকজন তাঁদের বাড়িতে গিয়ে এই হামলা চালান বলে এলাকাবাসী জানিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এই
১৪ মিনিট আগে