Ajker Patrika

২ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে রংপুরের পথে ফুলবাড়ী আ.লীগের নেতা-কর্মীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬: ৪৩
২ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে রংপুরের পথে ফুলবাড়ী আ.লীগের নেতা-কর্মীরা

দিনাজপুরের ফুলবাড়ী থেকে দুই হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে যাত্রা করেছেন উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা যাত্রা শুরু করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রায় বিপুল পরিমাণ মোটরসাইকেল ও প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে বাস, কার ও মাইক্রোবাসে নেতা-কর্মীরা যাত্রা শুরু করেন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান, তাঁরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরের উদ্দেশে যাত্রা করছেন। সুশৃঙ্খলভাবে সেখানে পৌঁছে মহাসমাবেশে যোগ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত