নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৮ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৮ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে