নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে