Ajker Patrika

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৯
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড–১৯ (বিজিবি)। আজ বুধবার সিলেটের সুরমা-বাইপাস সড়ক থেকে চিনিবোঝাই এই ট্রাকটি জব্দ করা হয়। 

বিজিবি জানায়, আজ বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি বালুভর্তি ট্রাক জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ দলের সিগন্যাল উপেক্ষা করে চলে যাওয়ার সময় সুরমা-বাইপাস সড়কে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে চিনি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত