রামায়ণ নিয়ে যেন একেবারে কুরুক্ষেত্র। একদিকে ‘মহাভারত’ সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না, অন্যদিকে বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন? সোনাক্ষী এ প্রশ্নের উত্তর দিতে
অ্য়াটলির সঙ্গে জুটি বাধলেন বলিউডের সুপারস্টার সালমান খান। অ্য়াটলির সিনেমায় দেখা যাবে ভাইজানকে। শুধু তাই-ই নয়, ভাইজানের সঙ্গে রজনীকান্ত, কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে।
বিশ্বমঞ্চে প্রদর্শনীর সুযোগ পেল না ভারতের ‘গাঁয়ের বধূদের’ গল্প ‘লাপাত্তা লেডিজ’। অস্কারের জন্য ভারত থেকেই নমিনেশন দেওয়া হয়নি আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ভারত থেকে পাঠানো তালিকায় নাম নেই এই সিনেমায়...
লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এ নিয়ে ভাইজানের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
১৪ ডিসেম্বর ছিল রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। ওই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার। সঙ্গে ছিল নবাব সাইফ আলি খানও।
বলিউডে ‘অ্যাকশন কমেডি’ হিরো অক্ষয় কুমার। সমকালীন নায়কদের মধ্যে নিজেকে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনো মারদাঙ্গা কাজ করেন, স্টান্টেও মাহীর। সম্প্রতি সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এই স্টার...
বলিউডে খানদের আধিপত্য বহুল চর্চিত। তবে এক সিনেমায় সালমান, শাহরুখ ও আমির খানকে দেখার আগ্রহ দর্শকদের বহুদিনের। এ নিয়ে আশার বাণী দিয়েছেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন...
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে কারিনা কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোন খানের সঙ্গে অভিনয় করতে বেশি আগ্রহী? শাহরুখ খান, সালমান খান নাকি আমির খান? এ প্রশ্নের দারুণ উত্তর দিয়েছিলেন কারিনা। বলেছিলেন, ‘আমি চাই, এ তিনজনকে নিয়ে কেউ একটি ভালো সিনেমা বানাক।’ কারিনার এমন জবাবে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা।
১৯৮০–এর দশকের শেষের দিকে বেশ খ্যাতি অর্জন করেছিলেন চাঙ্কি পাণ্ডে। তবে আমির খান এবং সালমান খানেরা বলিউডে আসার পর তাঁর ক্যারিয়ারে মন্দা শুরু হয়। একাধিক হিট সিনেমা দেওয়ার পরও ধীরে ধীরে কাজের সংকটে পড়তে থাকেন। যদিও ১৯৯০–এর দশকের শুরুর দিকে ‘বিশ্বতমা’ এবং ‘আঁখে’ সিনেমার মাধ্যমে সাময়িকভাবে ফিরে এসেছিলেন চ
ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।
‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্র ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তি দিমরির। রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তৃপ্তি।
সাক্ষাৎকারে যখন বিবেককে সালমান খান, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়—তখন সালমান ও ঐশ্বরিয়ার নাম শুনে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের মঙ্গল করুন।’
নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন ‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২০ বছর ধরে ওই বোনের সঙ্গে কোনোরকম যোগাযোগ নেই নার্গিসের..
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশে আসে। আবারও গুঞ্জন রটেছে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী, তবে এবার কোনো অভিনেতা নয়...
গত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন।
আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।
বলিউডে যখন বিক্রান্তকে নিয়ে ব্যাপক আগ্রহ নির্মাতাদের মধ্যে, তখনই হঠাৎ এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেন। আজ ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন বিক্রান্ত ম্যাসি।