আইএমএফের সহায়তার পর শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪০
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৫

শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে আইএমএফের সহায়তার পর সেই সংকোচন হ্রাস পেয়েছে। 

আজ শুক্রবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

শ্রীলঙ্কার জনগণনা ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে এ মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

তবে দেশটির কৃষি খাত গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প খাতে ১১ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতে ০ দশমিক ৮ শতাংশ আয় হ্রাস পেয়েছে। 

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, এই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ হ্রাস পাবে, যেখানে ২০২২ সালে ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি এই সংকোচনে পড়েছিল। 

এই বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু সরকার মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওয়ার পর থেকে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে।

ফার্স্ট ক্যাপিটালের গবেষণা প্রধান ডিমান্থা ম্যাথিউ বলেন, ‘সংকোচন কমছে। আমরা আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরও কমবে এবং তৃতীয় ত্রৈমাসিক থেকে প্রবৃদ্ধিতে ফিরে আসবে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বরের শ্রীলঙ্কা প্রথম প্রবৃদ্ধি পেতে পারে।’ 

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের কম মূল্যস্ফীতি সাহায্য করবে। যেখানে ২০২২ সালের তীব্র মূল্যস্ফীতি ছিল। কেন্দ্রীয় ব্যাংক জুন এবং জুলাই মাসে প্রবৃদ্ধির জন্য সুদের হার ৪৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। 

ম্যাথিউ আরও বলেন, ‘আমরা তৃতীয় প্রান্তিকে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি। কেননা প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কৃত্রিমভাবে নানা চেষ্টা চলছে।’ 

আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তারা দ্বীপ দেশটির দ্বিপক্ষীয় এবং বন্ডহোল্ডার ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেখতে চাইবে। 

শ্রীলঙ্কার আন্তর্জাতিক বন্ডহোল্ডাররা বলেছে, কলম্বোর সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, সম্ভবত আগামী মাসের মধ্যেই তা বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত