Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানে সফল লিডারশিপে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কেন জরুরি?

আলভী আহমেদ 
শিক্ষাপ্রতিষ্ঠানে সফল লিডারশিপে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কেন জরুরি?

একটি কাজ কত গুরুত্বপূর্ণ ও জরুরি, সেটি নির্ধারণ করতে পারলে সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। আজ আমরা সময় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ টুল ‘আইজেনহাওয়ার ম্যাট্রিক্স’ সম্পর্কে জানব, যার মাধ্যমে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব।

এ ম্যাট্রিক্সে কাজগুলোকে জরুরি ও গুরুত্বের ভিত্তিতে চারটি কোয়াড্রেন্টে ভাগ করা হয়—

  • গুরুত্বপূর্ণ ও জরুরি।
  • গুরুত্বপূর্ণ, কিন্তু জরুরি নয়।
  • জরুরি, কিন্তু গুরুত্বপূর্ণ নয়।
  • জরুরি নয়, গুরুত্বপূর্ণও নয়।

প্রথমে বুঝতে হবে ‘জরুরি’ ও ‘গুরুত্বপূর্ণ’ শব্দ দুটি প্রায় একই মনে হলেও সময় ব্যবস্থাপনায় তাদের পার্থক্য বিশাল। জরুরি কাজ হলো, যা অবিলম্বে সম্পন্ন করা দরকার। অন্যদিকে গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘ মেয়াদে আমাদের সাফল্যে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ পরীক্ষার আগের রাতে পড়া জরুরি, কিন্তু সারা বছর নিয়মিত পড়াশোনা করা গুরুত্বপূর্ণ।

আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে সফল লিডারশিপে সহায়ক?

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় টুলটি ব্যবহার করলে সময় ব্যবস্থাপনা উন্নত হয় এবং সঠিক অগ্রাধিকার স্থাপন করা সম্ভব হয়। শিক্ষা ছাড়াও এটি ব্যবসা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের জন্য কার্যকর।

কোয়াড্রেন্ট ১: গুরুত্বপূর্ণ ও জরুরি

এখানে এমন কাজ অন্তর্ভুক্ত হয়, যা তাৎক্ষণিক সম্পন্ন করা প্রয়োজন। এ কাজগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে শেষ করা হলে মানসিক চাপ কমে।

উদাহরণ:

  • অপ্রত্যাশিত কোনো পরিস্থিতিতে জরুরি সিদ্ধান্ত নিতে টিচার্স মিটিং আহ্বান করা।
  • বাজেট-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা।

কোয়াড্রেন্ট ২: গুরুত্বপূর্ণ,

কিন্তু জরুরি নয়

এই কোয়াড্রেন্টে এমন কাজ থাকে, যা দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হলেও তাৎক্ষণিকভাবে না করলে চলে, যেমন পরিকল্পনা করা, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি। এ কাজের জন্য পরিকল্পিত টাইমলাইন তৈরি করা প্রয়োজন।

উদাহরণ:

  • স্কুলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য বার্ষিক পরিকল্পনা তৈরি করা।
  • শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ক্লাসরুম ম্যানেজমেন্ট ও বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি।

কোয়াড্রেন্ট ৩: জরুরি,

কিন্তু গুরুত্বপূর্ণ নয়

এ ধরনের কাজ তাৎক্ষণিকভাবে জরুরি মনে হলেও তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক নয়। এসব কাজ ডেলিগেট (অন্যের মাধ্যমে সম্পন্ন) করা যায়।

উদাহরণ:

  • স্কুলের কোনো প্রোগ্রামের ব্যবস্থাপনা অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের দায়িত্বে দেওয়া।
  • স্কুলের সোশ্যাল মিডিয়া প্রচারের দায়িত্ব নির্দিষ্ট টিমকে দেওয়া।

কোয়াড্রেন্ট ৪: জরুরি নয়, গুরুত্বপূর্ণও নয়

এখানে অন্তর্ভুক্ত কাজগুলো সময় ও মনোযোগ নষ্ট করে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে না, যেমন অলস সময় কাটানোর কারণে ধীরে ধীরে অনেক সময় নষ্ট হয়ে যায়। এ কাজগুলো পরিহার করা ভালো।

উদাহরণ:

  • অপ্রয়োজনীয় জিনিস কেনার ফলে বাজেট নষ্ট হওয়া।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা।

আইজেনহাওয়ার ম্যাট্রিক্সের কার্যকর ব্যবহারের মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। পাশাপাশি এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ও জরুরি কাজের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হয়। ফলে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত থাকা যায় এবং প্রতিষ্ঠানকে আরও সফলভাবে পরিচালনা করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত