Ajker Patrika

বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে সিএসসি বৃত্তি

শিক্ষা ডেস্ক
বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি। ছবি: সংগৃহীত
বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি। ছবি: সংগৃহীত

চীনে অবস্থিত বিশ্বমানের প্রায় ১১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক ধরনের বিষয়ে পড়ানো হয়। তবে প্রকৌশলবিজ্ঞানের বিভিন্ন শাখায় চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেশটি যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেও সুযোগ দিয়ে আসছে।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) বৃত্তি-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

সুযোগ-সুবিধা

আগ্রহী শিক্ষার্থীদের ফ্রিতে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ল্যাবরেটরি পরীক্ষা, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। থাকছে আবাসনব্যবস্থা ও স্বাস্থ্যবিমার সুযোগ। এ ছাড়া মাস্টার্সের জন্য জীবনযাপন ভাতা হিসাবে মাসিক ৩ হাজার চায়নিজ ইউয়ান (৫০ হাজার ৪৪০ টাকা) দেওয়া হবে। পিএইচডির জন্য দেওয়া হবে মাসিক ৩ হাজার ৫০০ (৫৮ হাজার ৮৪৬ টাকা) চায়নিজ ইউয়ান।

সিএসসি বৃত্তির সময়কাল

স্নাতকোত্তর ডিগ্রির সময়কাল ২-৩ শিক্ষাবর্ষ, ডক্টরাল ডিগ্রি ৩-৪ শিক্ষাবর্ষ।

অধ্যয়নের বিষয়সমূহ

কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ প্রকৌশল, কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, ডিজাইন অ্যান্ড আর্টস, বিদেশি ভাষা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, তথ্য ও ইলেকট্রনিকস, আইন, জীবনবিজ্ঞান, ব্যবস্থাপনা ও অর্থনীতি, গণিত, অপটোইলেক্ট্রনিকস ও পদার্থবিদ্যা।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের ৪০ বছরের কম বয়সী হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

সিএসসি আবেদনপত্র, স্নাতকদের জন্য সর্বোচ্চ ডিগ্রির নোটারাইজড সার্টিফিকেট, সর্বোচ্চ ডিগ্রির নোটারাইজড ট্রান্সক্রিপ্ট, বিআইটি উপদেষ্টা সুপারিশ ফরম, সিভি ও ব্যক্তিগত বিবৃতি। দুটি সুপারিশ চিঠি, বৈধ পাসপোর্ট ও ইংরেজি দক্ষতা সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত