Ajker Patrika

এইচএসসিতে পাসে এগিয়ে সিলেট বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৪: ০২
এইচএসসিতে পাসে এগিয়ে সিলেট বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে গড় পাসের  হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে পাসের হারে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। 

পাসের হারে সিলেট বোর্ড এগিয়ে থাকা প্রসঙ্গে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, অন্যান্য বোর্ডে সাতটি পরীক্ষা হলেও সিলেট বোর্ডে পরীক্ষা হয়েছে মাত্র তিনটি। কারণ বন্যার কারণে সিলেটে পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল। তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পার শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাকি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকার।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেদের মধ্যে পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন। 

এর মধ্যে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। আলিমে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। এইচএসসি (ভকেশনাল/বিএস/ডিপ্লোমা ইন কমার্স) পাসের হার ৮৮ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯২২ জন। 

এ বছরের ফলাফল পর্যালোচনা করে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহ ও যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত