Ajker Patrika

মোদির কাজে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন টিভি অভিনেত্রী রুপালি গাঙ্গুলি

আপডেট : ০১ মে ২০২৪, ২০: ৪৮
মোদির কাজে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন টিভি অভিনেত্রী রুপালি গাঙ্গুলি

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের আগে আজ বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন কলকাতার টিভি অভিনেত্রী রুপালি গাঙ্গুলি। জনপ্রিয় ‘অনুপমা’ টিভি সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন রুপালি। প্রধানমন্ত্রী মোদির কাজে মুগ্ধ হয়েই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রুপালি গাঙ্গুলির যোগদানের অনুষ্ঠানটি কলকাতায় বিজেপি দলের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওদেসহ বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। 

যোগদান অনুষ্ঠানে রুপালি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর কাজ তাঁকে বিজেপির প্রতি আকৃষ্ট করেছে। 

রুপালি বলেন, ‘আমি আসলে উন্নয়নের এই মহা কর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তী কালে যা-ই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য।’ 

গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পদাঙ্ক অনুসরণ করতে চাই এবং আমাকে যে ভূমিকাই দেওয়া হোক না কেন, নাগরিকদের সেবা করতে চাই। আমি অমিত শাহজির নির্দেশনায় কাজ করতে চাই এবং আমার সমস্ত নেতা ও কর্মীকে আমার জন্য গর্বিত করতে চাই।’ 

রুপালি গাঙ্গুলিকে দলে স্বাগত জানাতে গিয়ে বিজেপি নেতা বিনোদ তাওদে সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলমের ‘ভোট জেহাদ’-এর প্রসঙ্গ টেনে আনেন এবং বিরোধীদের আক্রমণ করেন। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের ফারুখাবাদ লোকসভা আসন থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে মারিয়া আলম ‘ভোট জেহাদের’ ডাক দিয়ে বলেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। 

মারিয়া আলমের মন্তব্যের জবাবে তাওদে বলেন, ‘বিরোধীরা, যারা মিথ্যা প্রচার করছে, তারা এখন ভোট জিহাদের প্রচার শুরু করেছে। এটি দেখায় যে তারা বিচলিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত