সাগরে গভীর নিম্নচাপ, আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাবে আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অধিদপ্তরের সর্বশেষ বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ভোর ৬টায় পায়রা বন্দর থেকে ১ হাজার ৭১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দেশের সব সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা-ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে শেষরাতে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এর আগে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ; নিম্নচাপ দশা পেরিয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিবায়ুর চক্র বুধবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ফেইনজাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত