ফয়সাল পারভেজ, মাগুরা
মাগুরায় গণটিকার পর শুরু হয়েছে রাস্তায় করোনার টিকা দেওয়া কার্যক্রম। মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সহযোগিতা করছে মাগুরা পৌরসভা।
গত মঙ্গলবার থেকে শহরের যারা টিকা নেননি তাঁদের টিকা দেওয়ার টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে মাগুরা শহর এলাকায় ৫টি বুথ করা হয়েছে।
মাগুরা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তায় হ্যান্ড মাইক ও মুখে আহ্বান করছেন টিকা নেওয়ার। এতে রিকশাচালক থেকে শুরু করে বেশির ভাগ খেটে খাওয়া মানুষের টিকা নিতে দেখা গেছে।
মাগুরা পুরোনো বাজার এলাকার মধুমিতা সিনেমা হলের সামনে ভ্রাম্যমাণ বুথে টিকা নিতে আসছেন দিনমজুরি সালাম মিয়া। তাঁর বাড়ি যশোর। তিনি জানান, কাজের চাপে টিকা নেওয়া হয় না। এখন মালিক বলছে টিকা না নিলে পুলিশে ঝামেলা করবে। তাই ভয় পেয়ে টিকা নিয়ে নিলাম।
ওই বুথে থাকা মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের মোহন জানান, পৌরসভা থেকে গণহারে রাস্তায় টিকা দেওয়ার ব্যবস্থা চলবে। এতে ছিন্নমূল অনেক মানুষকে পাওয়া যাচ্ছে যারা টিকা নেননি। মাগুরা স্বাস্থ্য বিভাগ আমাদের সব রকম সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি কোনো মানুষই যেন টিকার বাইরে না যায়। এ ছাড়া টিকা না নিলে পরবতী পর্যায়ে আইনানুগ ব্যবস্থার কথা রয়েছে জেলা প্রশাসন থেকে। সেই সাথে পৌরসভা থেকে অনেক রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
মাগুরায় ভ্রাম্যমাণ এই টিকায় শহরের পুরোনো বাজার এলাকা ছাড়াও জোট এলাকা, পৌরসভার সামনে ঢাকা রোড ও ভাযনা এলাকায় টিকা দেওয়ার একই চিত্র দেখা গেছে। রাস্তায় চলাচল করা মানুষকে জিগ্যেস করে করে এসব বিভাগের কর্মচারীরা টিকা দিচ্ছেন। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্তই সব কটি বুথে প্রায় হাজারের ওপরে টিকা দেওয়া গেছে বলে বুথগুলোতে থাকা জ্যেষ্ঠ সেবিকাদের থেকে জানা গেছে।
ইতিমধ্যে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ঘোষণা দিয়েছেন টিকার বাইরে থাকলে তাঁকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে। এরপরও শহরের মাস্ক ছাড়া অনেককেই দেখা গেছে। চলছে এ বিষয়ে ভ্রাম্যমাণ অভিযানও।
মাগুরায় গত মঙ্গলবার পর্যন্তই করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮৯ জন। যাদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
এসব করোনা রোগী টিকার আওতায় ছিলেন কিনা প্রশ্নে সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা অধিকাংশ টিকা নেননি। টিকা নিলে অন্তত করোনার অনেক উপসর্গ দেখা দিবে না বলে তিনি জানান।
তিনি আরও বলেন, যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে তাঁরাও টিকার বাইরে ছিলেন। আমরা তাই টিকার ওপরে জোর দিয়েছি। যতক্ষণ না সবাইকে টিকার আওতায় আনা না যাবে ততক্ষণ আমরা যারা টিকা নিয়েছি তাঁরা ঝুঁকির মধ্যে থেকে যাব।
সিভিল সার্জন বলেন, এখন পর্যন্তই মাগুরায় ৪০ শতাংশের ওপরে জনগোষ্ঠীকে করোনার দ্বিতীয় ডোজের আওতায় আনা গেছে। ১২ বছর থেকে প্রাপ্ত বয়স্কদের টিকার আওতায় আনতে হলে এখনো ৬০ হাজার মানুষের এই টিকা দিতে হবে। যে কারণে গণটিকা, ভ্রাম্যমাণ টিকা এমনকি স্পট টিকা মানে বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়া চলমান থাকবে। এতে সবার মধ্যে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তা করোনা থেকে অনেকটাই দূরে রাখবে বলে আমাদের কাছে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন বলছে।
মাগুরায় গণটিকার পর শুরু হয়েছে রাস্তায় করোনার টিকা দেওয়া কার্যক্রম। মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সহযোগিতা করছে মাগুরা পৌরসভা।
গত মঙ্গলবার থেকে শহরের যারা টিকা নেননি তাঁদের টিকা দেওয়ার টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে মাগুরা শহর এলাকায় ৫টি বুথ করা হয়েছে।
মাগুরা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তায় হ্যান্ড মাইক ও মুখে আহ্বান করছেন টিকা নেওয়ার। এতে রিকশাচালক থেকে শুরু করে বেশির ভাগ খেটে খাওয়া মানুষের টিকা নিতে দেখা গেছে।
মাগুরা পুরোনো বাজার এলাকার মধুমিতা সিনেমা হলের সামনে ভ্রাম্যমাণ বুথে টিকা নিতে আসছেন দিনমজুরি সালাম মিয়া। তাঁর বাড়ি যশোর। তিনি জানান, কাজের চাপে টিকা নেওয়া হয় না। এখন মালিক বলছে টিকা না নিলে পুলিশে ঝামেলা করবে। তাই ভয় পেয়ে টিকা নিয়ে নিলাম।
ওই বুথে থাকা মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের মোহন জানান, পৌরসভা থেকে গণহারে রাস্তায় টিকা দেওয়ার ব্যবস্থা চলবে। এতে ছিন্নমূল অনেক মানুষকে পাওয়া যাচ্ছে যারা টিকা নেননি। মাগুরা স্বাস্থ্য বিভাগ আমাদের সব রকম সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি কোনো মানুষই যেন টিকার বাইরে না যায়। এ ছাড়া টিকা না নিলে পরবতী পর্যায়ে আইনানুগ ব্যবস্থার কথা রয়েছে জেলা প্রশাসন থেকে। সেই সাথে পৌরসভা থেকে অনেক রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
মাগুরায় ভ্রাম্যমাণ এই টিকায় শহরের পুরোনো বাজার এলাকা ছাড়াও জোট এলাকা, পৌরসভার সামনে ঢাকা রোড ও ভাযনা এলাকায় টিকা দেওয়ার একই চিত্র দেখা গেছে। রাস্তায় চলাচল করা মানুষকে জিগ্যেস করে করে এসব বিভাগের কর্মচারীরা টিকা দিচ্ছেন। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্তই সব কটি বুথে প্রায় হাজারের ওপরে টিকা দেওয়া গেছে বলে বুথগুলোতে থাকা জ্যেষ্ঠ সেবিকাদের থেকে জানা গেছে।
ইতিমধ্যে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ঘোষণা দিয়েছেন টিকার বাইরে থাকলে তাঁকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে। এরপরও শহরের মাস্ক ছাড়া অনেককেই দেখা গেছে। চলছে এ বিষয়ে ভ্রাম্যমাণ অভিযানও।
মাগুরায় গত মঙ্গলবার পর্যন্তই করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮৯ জন। যাদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
এসব করোনা রোগী টিকার আওতায় ছিলেন কিনা প্রশ্নে সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা অধিকাংশ টিকা নেননি। টিকা নিলে অন্তত করোনার অনেক উপসর্গ দেখা দিবে না বলে তিনি জানান।
তিনি আরও বলেন, যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে তাঁরাও টিকার বাইরে ছিলেন। আমরা তাই টিকার ওপরে জোর দিয়েছি। যতক্ষণ না সবাইকে টিকার আওতায় আনা না যাবে ততক্ষণ আমরা যারা টিকা নিয়েছি তাঁরা ঝুঁকির মধ্যে থেকে যাব।
সিভিল সার্জন বলেন, এখন পর্যন্তই মাগুরায় ৪০ শতাংশের ওপরে জনগোষ্ঠীকে করোনার দ্বিতীয় ডোজের আওতায় আনা গেছে। ১২ বছর থেকে প্রাপ্ত বয়স্কদের টিকার আওতায় আনতে হলে এখনো ৬০ হাজার মানুষের এই টিকা দিতে হবে। যে কারণে গণটিকা, ভ্রাম্যমাণ টিকা এমনকি স্পট টিকা মানে বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়া চলমান থাকবে। এতে সবার মধ্যে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তা করোনা থেকে অনেকটাই দূরে রাখবে বলে আমাদের কাছে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন বলছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪