সংকট কাটিয়ে আশার আলো

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ০৯: ০৩
Thumbnail image

বছরখানেক আগেও ঝালকাঠির বিসিক শিল্পনগরীর খালি মাঠে গরু চরানো হতো, কিন্তু সে অবস্থা এখন আর নেই। বিভিন্ন কলকারখানার নির্মাণকাজ চলছে এখন সেখানে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদনও শুরু করেছে। বিসিক কর্তৃপক্ষ বলছেন, এখনো যে প্লটগুলো বরাদ্দ হয়নি, তা আগামী মিটিংয়ের মধ্যেই বরাদ্দ হয়ে যাবে।

জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ১১.০৮ একর জমিতে উদ্বোধন করা হয় ঝালকাঠি বিসিক শিল্পনগরীর। ২০১৯ সালের জুন মাসে সম্পন্ন হয় বিসিক শিল্প নগরীর কাজ। বরাদ্দের জন্য ৪ ক্যাটাগরিতে ৭৯টি প্লট করা হয়। কিন্তু শুরুর দিকে জমির মূল্য বেশি হওয়ায় ব্যবসায়ীরা বিসিকের প্লট নিতে আগ্রহ দেখাননি। পরবর্তীতে প্লটের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। বর্তমানে সংকট কাটিয়ে উঠছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী। ইতিমধ্যে ৩৬টি প্লট বরাদ্দ হয়ে গেছে।

সরেজমিনে বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, এখানে বেশ কয়েকটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে। ৩টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন ও বিপণন শুরু করেছে। এদিকে, বিসিক শিল্পনগরীতে নতুন নতুন কলকারখানা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, বিসিক শিল্পনগরী নিয়ে প্রথমে তাঁরা হতাশ ছিলেন। বছর খানিক আগে এখানে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান ছিল । এখন নতুন নতুন উৎপাদনকারী প্রতিষ্ঠান প্লট বরাদ্দ নেওয়ায় তাঁরা আশাবাদী। এখানে প্লট বরাদ্দ নেওয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানায়, তাঁরা দ্রুত নির্মাণকাজ শেষ করে উৎপাদনে যাবে। এ ক্ষেত্রে বিসিক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

বিসিক ঝালকাঠি জেলার উপব্যবস্থাপক মো. শাফাউল করিম জানালেন, খুব শিগগিরই বিসিকের বাকি প্লটগুলোও বরাদ্দ হয়ে যাবে। এখানে ভালো ভালো উদ্যোক্তারা আসছেন। শিগগিরই ঝালকাঠি বিসিক একটি পূর্ণাঙ্গ শিল্পনগরী হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত