বিনা ভোটে জয়ের পথে আ.লীগের চার প্রার্থী

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০২
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫০

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী সদরে আরও তিন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ের পথে রয়েছেন। তিনজনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী। এ নিয়ে ফেনী সদর উপজেলার ১২ ইউপিতে চারজন একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া উপজেলায় দুজন সংরক্ষিত নারী সদস্য পদে এবং দুজন সাধারণ সদস্য পদে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে জয়ী হতে চলেছেন। গত রোববার প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ফেনী সদর উপজেলায় বিভিন্ন ইউপিতে ১০ জন চেয়ারম্যান প্রার্থী, একজন সংরক্ষিত নারী সদস্য পদে ও তিনজন সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, গত রোববার যাচাই-বাছাইকালে বিভিন্ন কারণে উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে তিনটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হলে তিনজন একক প্রার্থী হিসেবে রয়েছেন।

বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন কাজিরবাগ ইউপিতে কাজী বুলবুল আহম্মদ, মোটবী ইউপিতে হারুন-অর রশিদ, ধর্মপুরে শাহাদাত হোসেন এবং শর্শদিতে মো. জানে আলম ভূঞা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত