রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে অধিকাংশ ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বাড়ছে। শহরের পাড়া-মহল্লার ফার্মেসিতে নিম্নমানের ওষুধের ছড়াছড়ি। দাম কম হওয়ায় এসব ওষুধ কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ফার্মেসির মালিক জেনেশুনেই রোগীর হাতে ভেজাল ওষুধ তুলে দিচ্ছেন।
এদিকে সৈয়দপুরে উৎপাদিত নকল ওষুধের একটি চালান নিয়ে গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে মো. ইকবাল হোসেন রানা নামের এক ব্যক্তি গ্রেপ্তার হন। পরে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ২ লাখ ৪১ হাজার ৯০০টি ভেজাল ওষুধ জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রানা জানান, তিনি সৈয়দপুরের মো. আতিয়ার রহমানের কাছ থেকে এসব ওষুধ সংগ্রহ করে বাজারজাত করতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার হেমায়েতপুর উপজেলার সাধুপাড়ার বাসিন্দা আতিয়ারের সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এআর ফুড ডিভিশন নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই সঙ্গে আছে রেক্সটন ল্যাবরেটরিজ নামের ওষুধের কারখানা। পাশাপাশি তিনি শহরের গোপনীয় স্থানে কারখানা গড়ে তোলে নকল ও ভেজাল ওষুধ তৈরি করেন। এ অভিযোগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন।
জানা গেছে, যে আসল ওষুধ ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যায় তা নকল করে পাঁচ থেকে ১০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। এমনকি ১১ টাকা দামের বড়ি মাত্র দুই থেকে তিন টাকায় পাওয়া যাচ্ছে। তিন টাকায় বিক্রি করা হচ্ছে ১৬ টাকা মূল্যের বড়ি। বিভিন্ন কোম্পানির ওষুধ এভাবে নকল করে স্থানীয় একটি চক্র স্বল্প দামে বিক্রি করছে।
বেশ কয়েকজন অসাধু ফার্মেসি মালিক মাত্রাতিরিক্ত মুনাফার জন্য বহুল ব্যবহৃত নামসর্বস্ব এসব ভেজাল ওষুধ বিক্রি করে অধিক মুনাফা করছেন। এমনকি পান ও মুদিদোকানেও মিলছে এসব ওষুধ। এসব ওষুধ খেয়ে কিডনি বিকল, বিকলাঙ্গতা, লিভার, মস্তিষ্কের জটিল রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।
শহরের গোলাহাট এলাকার সাব্বির আহমেদ বলেন, ‘অসুস্থ হলে পড়লে আমার ছোট ভাইকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে খাওয়াই। কিন্তু রোগ সারে না। পরে জানলাম, ওষুধটাই নকল।’
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের শেরেবাংলা সড়কের এক ফার্মেসির মালিক বলেন, যে ওষুধ নির্ধারিত মূল্যে বিক্রি করে সামান্য লাভ হয়, একই ওষুধ কিছু দোকানে অর্ধেক দামে বিক্রি করছে।
সৈয়দপুর শহরে স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি এনজিওর বাবুল হোসেন জানান, অনেক ফার্মেসির মালিক জেনেশুনেই রোগীর হাতে তুলে দিচ্ছেন এসব ভেজাল ওষুধ। এ নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঝেমধ্যে কিছু অভিযান ছাড়া খুব একটা দৃশ্যমান তৎপরতা নেই। যেকোনো ওষুধ বাজারজাত করার আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি নিয়ে বাজারজাত করতে হয়। কিন্তু একবার বাজারজাত করার পর সেই ওষুধের গুণগত মান নিয়ে আর কোনো তদারকি হয় না। এই সুযোগে অনেক নামসর্বস্ব প্রতিষ্ঠান ওষুধের মান কমিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাশার বলেন, রোগ সারানোর জন্য ওষুধ খাওয়া হয়। কিন্তু ইদানীং রোগ সারানোর জন্য ওষুধ নয়; কিছু ওষুধই হয়ে উঠেছে রোগের কারণ।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, লোকবলসংকটের কারণে সব জায়গায় সব সময় বিষয়টি দেখা সম্ভব হয় না।
তবে সৈয়দপুর উপজেলায় খুব শিগগির অভিযান পরিচালনা করা হবে।
নীলফামারীর সৈয়দপুরে অধিকাংশ ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বাড়ছে। শহরের পাড়া-মহল্লার ফার্মেসিতে নিম্নমানের ওষুধের ছড়াছড়ি। দাম কম হওয়ায় এসব ওষুধ কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ফার্মেসির মালিক জেনেশুনেই রোগীর হাতে ভেজাল ওষুধ তুলে দিচ্ছেন।
এদিকে সৈয়দপুরে উৎপাদিত নকল ওষুধের একটি চালান নিয়ে গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে মো. ইকবাল হোসেন রানা নামের এক ব্যক্তি গ্রেপ্তার হন। পরে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ২ লাখ ৪১ হাজার ৯০০টি ভেজাল ওষুধ জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রানা জানান, তিনি সৈয়দপুরের মো. আতিয়ার রহমানের কাছ থেকে এসব ওষুধ সংগ্রহ করে বাজারজাত করতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার হেমায়েতপুর উপজেলার সাধুপাড়ার বাসিন্দা আতিয়ারের সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এআর ফুড ডিভিশন নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই সঙ্গে আছে রেক্সটন ল্যাবরেটরিজ নামের ওষুধের কারখানা। পাশাপাশি তিনি শহরের গোপনীয় স্থানে কারখানা গড়ে তোলে নকল ও ভেজাল ওষুধ তৈরি করেন। এ অভিযোগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন।
জানা গেছে, যে আসল ওষুধ ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যায় তা নকল করে পাঁচ থেকে ১০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। এমনকি ১১ টাকা দামের বড়ি মাত্র দুই থেকে তিন টাকায় পাওয়া যাচ্ছে। তিন টাকায় বিক্রি করা হচ্ছে ১৬ টাকা মূল্যের বড়ি। বিভিন্ন কোম্পানির ওষুধ এভাবে নকল করে স্থানীয় একটি চক্র স্বল্প দামে বিক্রি করছে।
বেশ কয়েকজন অসাধু ফার্মেসি মালিক মাত্রাতিরিক্ত মুনাফার জন্য বহুল ব্যবহৃত নামসর্বস্ব এসব ভেজাল ওষুধ বিক্রি করে অধিক মুনাফা করছেন। এমনকি পান ও মুদিদোকানেও মিলছে এসব ওষুধ। এসব ওষুধ খেয়ে কিডনি বিকল, বিকলাঙ্গতা, লিভার, মস্তিষ্কের জটিল রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।
শহরের গোলাহাট এলাকার সাব্বির আহমেদ বলেন, ‘অসুস্থ হলে পড়লে আমার ছোট ভাইকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে খাওয়াই। কিন্তু রোগ সারে না। পরে জানলাম, ওষুধটাই নকল।’
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের শেরেবাংলা সড়কের এক ফার্মেসির মালিক বলেন, যে ওষুধ নির্ধারিত মূল্যে বিক্রি করে সামান্য লাভ হয়, একই ওষুধ কিছু দোকানে অর্ধেক দামে বিক্রি করছে।
সৈয়দপুর শহরে স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি এনজিওর বাবুল হোসেন জানান, অনেক ফার্মেসির মালিক জেনেশুনেই রোগীর হাতে তুলে দিচ্ছেন এসব ভেজাল ওষুধ। এ নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঝেমধ্যে কিছু অভিযান ছাড়া খুব একটা দৃশ্যমান তৎপরতা নেই। যেকোনো ওষুধ বাজারজাত করার আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি নিয়ে বাজারজাত করতে হয়। কিন্তু একবার বাজারজাত করার পর সেই ওষুধের গুণগত মান নিয়ে আর কোনো তদারকি হয় না। এই সুযোগে অনেক নামসর্বস্ব প্রতিষ্ঠান ওষুধের মান কমিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাশার বলেন, রোগ সারানোর জন্য ওষুধ খাওয়া হয়। কিন্তু ইদানীং রোগ সারানোর জন্য ওষুধ নয়; কিছু ওষুধই হয়ে উঠেছে রোগের কারণ।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, লোকবলসংকটের কারণে সব জায়গায় সব সময় বিষয়টি দেখা সম্ভব হয় না।
তবে সৈয়দপুর উপজেলায় খুব শিগগির অভিযান পরিচালনা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪