আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন। সেখানে পুরোনো ওষুধের বোতলে নতুন লেবেল লাগিয়ে নিজের কথিত দাওয়াই বিক্রি করছেন। এ কাজে তাঁকে স্ত্রী রুপা আক্তারসহ চারজন সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরের রামপুরা সরকারপাড়া এলাকার রবিউল এক বছরের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ধুকুরঝারী গুয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে বসবাস করে ওষুধ তৈরি করছেন। সেই ওষুধ মাইক্রোবাসে করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজার এলাকায় ওষুধ তৈরি ও বিক্রি করতেন।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে দেখা যায়, পুরোনো বোতলে ওষুধ ভরছে কয়েকটি শিশু। সেই বোতলে ফটোকপি করা লেবেল লাগিয়ে কার্টনে ভরছেন রবিউল ও রুপা। এ সময় ওষুধ কিনতে চাইলে তিনি সদ্য তৈরি করা দুটি বোতল বের করে দেন এবং জানান, এই ওষুধ পেটব্যথা, বাতব্যথা, অ্যালার্জিসহ ৮৬ প্রকার রোগ প্রতিরোধ করতে পারে।
ওষুধ তৈরিতে কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে রবিউল সাফাই গেয়ে বলেন, তাঁদের ওষুধ সেবন করা রোগীদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো খারাপ খবর তাঁদের কানে আসেনি। তবে ওষুধে কী কী উপাদান ব্যবহার করেন তিনি তা না জানিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন।
রুপার সঙ্গে কথা হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হরিদাস ও নাসিমা আক্তার জানান, এলাকার লোকজন তাঁদের কাছে নিয়মিত ওষুধ কিনতে আসেন। ফুলতলা গ্রামের মাজেদুল ইসলাম বলেন, তিনি তাঁর মায়ের বুকে জ্বালাপোড়ার জন্য এক বোতল ওষুধ কিনেছিলেন। কিন্তু বোতলের গায়ে ভিন্ন লেখা ও মেয়াদ না থাকায় তিনি সেটা ফেলে দিয়েছেন।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি রয়েছে। উৎপাদনকারীদের আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, এ ধরনের কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন। সেখানে পুরোনো ওষুধের বোতলে নতুন লেবেল লাগিয়ে নিজের কথিত দাওয়াই বিক্রি করছেন। এ কাজে তাঁকে স্ত্রী রুপা আক্তারসহ চারজন সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরের রামপুরা সরকারপাড়া এলাকার রবিউল এক বছরের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ধুকুরঝারী গুয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে বসবাস করে ওষুধ তৈরি করছেন। সেই ওষুধ মাইক্রোবাসে করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজার এলাকায় ওষুধ তৈরি ও বিক্রি করতেন।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে দেখা যায়, পুরোনো বোতলে ওষুধ ভরছে কয়েকটি শিশু। সেই বোতলে ফটোকপি করা লেবেল লাগিয়ে কার্টনে ভরছেন রবিউল ও রুপা। এ সময় ওষুধ কিনতে চাইলে তিনি সদ্য তৈরি করা দুটি বোতল বের করে দেন এবং জানান, এই ওষুধ পেটব্যথা, বাতব্যথা, অ্যালার্জিসহ ৮৬ প্রকার রোগ প্রতিরোধ করতে পারে।
ওষুধ তৈরিতে কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে রবিউল সাফাই গেয়ে বলেন, তাঁদের ওষুধ সেবন করা রোগীদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো খারাপ খবর তাঁদের কানে আসেনি। তবে ওষুধে কী কী উপাদান ব্যবহার করেন তিনি তা না জানিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন।
রুপার সঙ্গে কথা হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হরিদাস ও নাসিমা আক্তার জানান, এলাকার লোকজন তাঁদের কাছে নিয়মিত ওষুধ কিনতে আসেন। ফুলতলা গ্রামের মাজেদুল ইসলাম বলেন, তিনি তাঁর মায়ের বুকে জ্বালাপোড়ার জন্য এক বোতল ওষুধ কিনেছিলেন। কিন্তু বোতলের গায়ে ভিন্ন লেখা ও মেয়াদ না থাকায় তিনি সেটা ফেলে দিয়েছেন।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি রয়েছে। উৎপাদনকারীদের আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, এ ধরনের কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে