Ajker Patrika

আশ্রয়ণের ঘরে কারখানা, তৈরি হয় ৮৬ রোগের ওষুধ!

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
আশ্রয়ণের ঘরে কারখানা, তৈরি হয় ৮৬ রোগের ওষুধ!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন। সেখানে পুরোনো ওষুধের বোতলে নতুন লেবেল লাগিয়ে নিজের কথিত দাওয়াই বিক্রি করছেন। এ কাজে তাঁকে স্ত্রী রুপা আক্তারসহ চারজন সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরের রামপুরা সরকারপাড়া এলাকার রবিউল এক বছরের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ধুকুরঝারী গুয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে বসবাস করে ওষুধ তৈরি করছেন। সেই ওষুধ মাইক্রোবাসে করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজার এলাকায় ওষুধ তৈরি ও বিক্রি করতেন।

সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে দেখা যায়, পুরোনো বোতলে ওষুধ ভরছে কয়েকটি শিশু। সেই বোতলে ফটোকপি করা লেবেল লাগিয়ে কার্টনে ভরছেন রবিউল ও রুপা। এ সময় ওষুধ কিনতে চাইলে তিনি সদ্য তৈরি করা দুটি বোতল বের করে দেন এবং জানান, এই ওষুধ পেটব্যথা, বাতব্যথা, অ্যালার্জিসহ ৮৬ প্রকার রোগ প্রতিরোধ করতে পারে।

ওষুধ তৈরিতে কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে রবিউল সাফাই গেয়ে বলেন, তাঁদের ওষুধ সেবন করা রোগীদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো খারাপ খবর তাঁদের কানে আসেনি। তবে ওষুধে কী কী উপাদান ব্যবহার করেন  তিনি তা না জানিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন।

রুপার সঙ্গে কথা হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে টাকা দেওয়ার প্রস্তাব দেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হরিদাস ও নাসিমা আক্তার জানান, এলাকার লোকজন তাঁদের কাছে নিয়মিত ওষুধ কিনতে আসেন। ফুলতলা গ্রামের মাজেদুল ইসলাম বলেন, তিনি তাঁর মায়ের বুকে জ্বালাপোড়ার জন্য এক বোতল ওষুধ কিনেছিলেন। কিন্তু বোতলের গায়ে ভিন্ন লেখা ও মেয়াদ না থাকায় তিনি সেটা ফেলে দিয়েছেন।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি রয়েছে। উৎপাদনকারীদের আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, এ ধরনের কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত