কুমিল্লা সিটি করপোরেশন: প্রতিষ্ঠার ১২ বছর পর টেকসই নগর গড়ার উদ্যোগ

দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
Thumbnail image

ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকা কুমিল্লায় প্রকৌশল ভূতাত্ত্বিক মানচিত্রায়ন ও ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক মডেলিংয়ের কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) প্রতিষ্ঠার ১২ বছর পর, ভূমিকম্প সহনশীল টেকসই ও নিরাপদ নগরী গড়ার পথে একধাপ এগোল।

জানা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা গড়ে ওঠায় দিন দিন বাড়ছে কুমিল্লা শহরের পরিধি। সিসমিক জোনের ম্যাপ অনুযায়ী, কুমিল্লা জোন দুইয়ে অবস্থিত। প্লেট বাউন্ডারির সন্নিকটেও অবস্থিত এ শহর, যে কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত কুমিল্লা।

এদিকে গত বছরের ২ ডিসেম্বর সকাল ৯টা ৩৫ মিনিটে কুমিল্লা নগরীর ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জের ১০ কিলোমিটার উত্তর-পূর্বে ৩৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এ ভূমিকম্পে কুমিল্লা শহরের অনেক ভবনের ক্ষতি হয়েছে। এ ছাড়া আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে দুই শতাধিক মানুষ হতাহত হন। পরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল ভূমিকম্পের উৎপত্তিস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে।

এ ছাড়া গত বছরের ১৮ নভেম্বর থেকে ৩৫ দিনব্যাপী নগরীর ঝাউতলা, ঠাকুরপাড়া, টমছম ব্রিজ, শাসনগাছা, কোটবাড়ী বিশ্ববিদ্যালয় এলাকাসহ ৩৮টি স্থানে প্রকৌশল ভূতাত্ত্বিক কূপ খনন করে মাটির বিভিন্ন স্তরের শক্তি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়। জরিপ কার্যক্রম পরিচালনা করেন জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ ফিরোজ আলম এবং উপপরিচালক (ভূতত্ত্ব) সারওয়াৎ জাবীন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফারুক হুসাইন ও তাহেরা আফরীনসহ ২৬ সদস্যের জরিপ দল।

এ বিষয়ে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সিসমিক জোনের ম্যাপ অনুযায়ী কুমিল্লা জোন দুইয়ে অবস্থিত। প্লেট বাউন্ডারির সন্নিকটেও কুমিল্লা অবস্থিত। যে কারণে কুমিল্লা মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। সম্প্রতি ভূমিকম্পে কুমিল্লার ক্ষতিগ্রস্ত স্থানগুলো আমরা পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। পরবর্তী সময়ে নগরীর ৩৮টি স্থানে আমরা প্রকৌশল ভূতাত্ত্বিক কূপ খনন করে মাটির বিভিন্ন স্তরের শক্তি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছি। গবেষণাগারে পরীক্ষা ও বিশ্লেষণ করে বিভিন্ন মানচিত্র প্রণয়ন করা হবে, যা টেকসই ও নিরাপদ নগর-পরিকল্পনায় কাজ করবে।

কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কাউছারা বেগম সুমি বলেন, টেকসই ও নিরাপদ নগরীর কোনো মহাপরিকল্পনা নেই। নগরবাসীর জন্য জরিপ অনুযায়ী নগর-পরিকল্পনা প্রয়োজন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে প্রকৌশল ভূতত্ত্ব ও ভূমিকম্পবিষয়ক বিভিন্ন সভা ও জরিপ করা হচ্ছে। বাসযোগ্য নগরী করতে এগুলো ভূমিকা রাখবে।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী বলেন, বড় অবকাঠামো নির্মাণ, প্রকল্পের সাইট সিলেকশন, ভবনের প্ল্যান পাস ও নগর-পরিকল্পনার লক্ষ্যে এ জরিপ অনেক গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত