Ajker Patrika

সমালোচিত ট্রেলারের পর রোমান্টিক গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯: ৩৯
সমালোচিত ট্রেলারের পর রোমান্টিক গান

‘হৃদিতা’ পূজা চেরি অভিনীত নতুন সিনেমা। সঙ্গে আছেন এ বি এম সুমন। মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। কয়েক দিন আগে সিনেমার ট্রেলার প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। কারণ, ট্রেলারের একটি দৃশ্যে পূজাকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখা গিয়েছিল, যেটি মেনে নিতে পারেননি অনেকেই। বাধ্য হয়ে ট্রেলারটি সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। বিতর্কিত দৃশ্য সরিয়ে নতুনভাবে প্রকাশ করা হয়।

সমালোচিত ট্রেলারের পর এবার এল ‘হৃদিতা’র প্রথম গান। ‘ঠিকানাবিহীন’ শিরোনামের গানটির প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পূজা সমালোচিত দৃশ্যটি নিয়ে বলেন, ‘আমরা খুব অল্প সময়ে অল্প কিছু দেখেই বিচার করে ফেলি। দুই মিনিটের ট্রেলার দেখে একটা দুই ঘণ্টার সিনেমাকে বিচার করা উচিত নয়। তারপরও দর্শকদের কথা মাথায় রেখে ওই বিতর্কিত অংশ বাদ দেওয়া হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে নেতিবাচক বিষয়টি সামনে না এনে যদি সবকিছু ইতিবাচকভাবে দেখা যায়, তাহলেই ভালো।’

‘হৃদিতা’ তৈরি হয়েছে আনিসুল হকের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানিয়েছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। সদ্য প্রকাশ পাওয়া ‘হৃদিতা’র প্রথম রোমান্টিক গান ‘ঠিকানাবিহীন’ গেয়েছেন চন্দন সিনহা। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন ইমরান। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক এ বি এম সুমন বলেন, ‘এতে একটি বড় দৃশ্য আছে। দৃশ্যটির শুটিংয়ে দুই ঘণ্টার মতো সময় লেগেছিল। পুরো দুই ঘণ্টা আমি আর পূজা কাঁদছিলাম। গল্পটা খুবই হৃদয়ছোঁয়া। এই সময়ে এসে আমরা যে সত্যিকার প্রেমটা খুঁজি, সেই প্রেমটা পর্দায় পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত