Ajker Patrika

সমাবেশ সফল করতে মাঠের প্রচারে বিএনপি

কুমিল্লা প্রতিনিধি
সমাবেশ সফল করতে মাঠের প্রচারে বিএনপি

২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ গণমিছিলে রূপ ধারণ করছে। এরই মধ্যে সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতারা। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করছেন। তাদের লক্ষ্য সমাবেশে যতো বেশি লোক সমাগম করা যায়।

সমাবেশকে কেন্দ্র করে ১৫ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।বর্তমান সরকারের সমালোচনা করে মানুষকে সমাবেশে আনার চেষ্টা করছেন।

গতকাল সোমবার সকালে নগরীর রেসকোর্স এলাকা থেকে শুরু করে ইস্টার্ন প্লাজা, রেলস্টেশন, রানীর বাজার, পুলিশ লাইনস, ঝাউতলা, কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ছুটি, খলিলুর রহমান বিপ্লবসহ অন্য নেতা-কর্মীরা।

প্রচারপত্র বিলি করার সময় আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, ‘২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ গণমিছিলের রূপ ধারণ করছে। সমাবেশ সফল করতে তারা যতই প্রতিবন্ধকতা তৈরি করবে, সমাবেশ ততই সফল হবে।

প্রতিবন্ধকতা তৈরি করলে মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। মানুষ জুলুমবাজ সরকারের কাছ থেকে রক্ষা পেতে চায়, ভোটাধিকার চায়, মানবাধিকার চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়। অন্যায়ভাবে গ্রেপ্তার করা তিনবারের প্রধানমন্ত্রীকে মানুষ মুক্ত করতে চায়।

নিয়মতান্ত্রিকভাবে বহুবার মানুষ এসব চেয়েছে। ভয়ভীতি দেখিয়ে তাদের দাবিয়ে রাখা হয়েছে। তাই মানুষ এখন মুক্তির লড়াইয়ে নেমেছে।এদিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও আশপাশের এলাকায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি করেছেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিন কায়সার।

নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘দল আমাদের বহিষ্কার করলেও আমরা দল ত্যাগ করিনি। সমাবেশ সফল করার জন্য আমরাও মাঠে আছি। সরকারদলীয় লোকজন যতই হুমকি-ধমকি দেখাক, কোনো কাজ হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত