ব্লাড ক্যানসারে আক্রান্ত মারিয়া বাঁচতে চায়

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০৬: ৪৭
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪: ১৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিশু শিক্ষার্থী মারিয়া (৯) চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত। বিত্তবানদের সহযোগিতা পেলে সে সুস্থ হয়ে পুনরায় স্কুলে ফিরতে পারবে। ক্যানসার আক্রান্ত মারিয়া সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফিরোজ খানের ছোট মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মারিয়ার বাবা ফিরোজ খান জানান, ‘প্রায় দুই মাস আগে মারিয়ার শরীরে ক্যানসার ধরা পড়ে। সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসা চালিয়ে যাওয়ার সাধ্য আমার নেই। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বল আমার নেই। প্রবাসী ও সমাজের বিত্তবানেরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে আমাদের প্রিয় সন্তান স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।’

শিশু শিক্ষার্থী মারিয়াকে সহযোগিতার জন্য আবেদন করেছে তার পরিবার। সাহায্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এই মোবাইল ফোন নম্বরে (দাদা মুনছুর খান) 01893-248404।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত