বিসিএস (সাধারণ শিক্ষা): অধ্যাপক পদোন্নতি পাচ্ছেন আট শতাধিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ১০
Thumbnail image

অধ্যাপক হিসেবে পদোন্নতি পাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আট শতাধিক সহযোগী অধ্যাপক। চলতি মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৬ থেকে ২০তম বিসিএস পর্যন্ত আট শতাধিক শিক্ষক অধ্যাপক হিসেবে পদোন্নতির যোগ্য বলে যাচাই-বাছাই করেছে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)। আপাতত পরিকল্পনা হলো এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা। পরে ধাপে ধাপে অন্যান্য ব্যাচের পদোন্নতিযোগ্য সহযোগী অধ্যাপকদের পদোন্নতি দেওয়া।

জানতে চাইলে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক পদে পদোন্নতি দিতে ডিপিসির একাধিক সভা হয়েছে। আশা করছি, চলতি মাসেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।’ তবে কয়টি ব্যাচের শিক্ষকেরা এবার পদোন্নতি পাবেন–এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপকদের অধ্যাপক পদে পদোন্নতি দিতে ডিপিসির প্রথম সভা হয়। সভায় ১৬ থেকে ২২তম বিসিএস পর্যন্ত সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য ‍১ হাজার ৬০টি পদের বিপরীতে ১ হাজার ৯৪৯ জনের তালিকা উপস্থাপন করে মাউশি। ২০২৫ সালে অবসরে যাবেন এমন কর্মকর্তাদের নামও সংযুক্ত করা হয় এই তালিকায়।

সূত্র জানায়, পদোন্নতির সব শর্ত পূরণ করার পরও বছরের পর বছর পদোন্নতিবঞ্চিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তাঁদের মধ্যে কোনো কোনো ব্যাচের কর্মকর্তারা দেড় যুগ ধরে একই পদে কর্মরত আছেন। সর্বশেষ ২০২৩ সালের ২০ মার্চ ৬৮৬ জনকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত হলো ১৬ থেকে ২০তম বিসিএসের আট শতাধিক শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া। তবে তা এখনো চূড়ান্ত নয়।

জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত