Ajker Patrika

বংশাই নদে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি
বংশাই নদে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইলের বংশাই নদে সেতু না থাকায় দুই উপজেলার উৎপাদিত পণ্য পরিবহন করতে হয় ১০ কিলোমিটার ঘুরে। মানুষ চলাচল করতে হয় বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে। এতে কমপক্ষে ২৫ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও দুর্ভোগের একই কথা জানান।

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই উপজেলার লাখো মানুষের প্রাণের দাবি এটি। সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, সেতুটি দ্রুত একনেকে অনুমোদন দেওয়া হবে।’

জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার পশ্চিমাংশে দাড়িয়াপুর ইউনিয়ন ও বাসাইল উপজেলার পূর্বাংশে কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী-সুন্না বংশাই নদ দ্বারা বিভক্ত। এ দুইটি উপজেলার মানুষের পারাপারে কোনো সেতু না থাকায় ৫২ বছরেও তাদের দুরবস্থা কাটেনি। ভোটের সময় এলাকার মানুষের কদর বাড়লেও পরবর্তী সময়ে থাকে অবহেলায়। এ জন্য সখীপুর উপজেলার দাড়িয়াপুর, চাকলাপাড়া, কৈয়ামধু, বেতুয়া, দেওবাড়ী, প্রতিমাবংকী, সিলিমপুর, লাঙ্গুলিয়া; বাসাইল উপজেলার গিলাবাড়ী, কল্যাণপুর, বালিয়া, ডুমনীবাড়ী, সুন্না, বার্থা, কলিয়া, কাউলজানীসহ কমপক্ষে ২৫ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। নদের এপার-ওপারে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে।

দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সানোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা নৌকা ও বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ায় অনেক সময় নদে পড়তে হয়।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, সেতুটি নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতুটি নির্মাণের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত