Ajker Patrika

পূজা ও মাহির ওটিটি অভিষেক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০৫
পূজা ও মাহির ওটিটি অভিষেক

শোবিজের দুই পরিচিত মুখ পূজা চেরি ও সামিরা খান মাহি। একজন বড় পর্দার অন্যজন ছোট পর্দার অভিনেত্রী। দুজনেই অপেক্ষায় আছেন ওটিটি অভিষেকের জন্য। বুধবার প্রকাশ্যে আসে ওটিটিতে তাঁদের প্রথম কাজের ফার্স্টলুক।

ওটিটিতে পূজা চেরির অভিষেক হচ্ছে ওয়েব সিনেমা দিয়ে। নাম ‘পরি’। নারী পাচারের গল্প নিয়ে এই ওয়েব সিনেমাটি বানিয়েছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন জোভান। ওয়েব সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ব্যাংককে। সে সময় সোশ্যাল মিডিয়ায় পূজা ও জোভানের কয়েকটি ঘনিষ্ঠ স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। যার কারণে সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। তবে পূজা জানিয়েছিলেন, ছবিগুলো সিনেমার শুটিংয়ের।

ওয়েব সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘পরি নিয়ে যদি কিছু বলি, তবে বলতে হবে এটা আমার সেরা কাজ। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অনেক ভালো কাজ থাকে। আমার জীবনে পরি অনেক ভালো কাজের একটি। পুরো সিনেমায় আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে। শুধু দুটো দৃশ্যে মেকআপ নিয়েছি, সেটা আইটেম সং ছিল। এ ব্যাপারটা আমার ভালো লেগেছে।’

আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) ওটিটিতে মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। এর আগে সুমন ধরের পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। তাই এ কাজটি দিয়েই ওটিটিতে যাত্রা শুরু করছেন পূজা।

অন্যদিকে নতুন প্রজন্মের যে কজন অভিনেত্রী নিজেকে চাহিদার তুঙ্গে রেখেছেন, মাহি তাঁদের অন্যতম। কাজের মাধ্যমে ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

নাটকের পর ওটিটিতে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত সামিরা খান মাহি। তাঁর ওটিটি অভিষেক হচ্ছে ওয়েব সিরিজ দিয়ে।  ডার্ক কমেডি ধাঁচের ‘ওভারট্রাম্প’ নামের সিরিজটি পরিচালনা করেছেন বাশার জর্জিস। এতে তাঁর সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা, এফ এস নাঈম প্রমুখ। এ ছাড়া সিরিজের গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকেই। সিরিজটির ফার্স্টলুক প্রকাশ করলেও মুক্তির তারিখ ঠিক হয়নি এখনো।

সিরিজটি নিয়ে সামিরা খান মাহি বলেন,  ‘মাস তিনেক আগে সিরিজটির শুটিং করেছি। এখানে প্রতিটি চরিত্রই আলাদাভাবে গুরুত্বপূর্ণ। গতানুগতিক জুটি বা কেমিস্ট্রি এখানে দেখা যাবে না। সিরিজটি দর্শকের ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত