Ajker Patrika

পুনর্নির্মাণ হচ্ছে কীর্তনাশা সেতু

গনেশ দাস, বগুড়া
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪: ১৩
পুনর্নির্মাণ হচ্ছে কীর্তনাশা সেতু

বগুড়ার সারিয়াকান্দিতে দীর্ঘ ১০ বছর পর কীর্তনাশা খালের ওপর সেতু পুনর্নির্মাণ হচ্ছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে ১০ গ্রামের মানুষের দুর্ভোগের অবসান হবে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ৬৬ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু হবে।

২০১২ সালে বন্যায় সেতুটির এক অংশ ধসে যায়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান সেতুর ধসে পড়া অংশে বাঁশ-কাঠ দিয়ে পায়ে চলাচলের উপযোগী করেন। তখন থেকে তিন কিলোমিটার পথ ঘুরে পণ্যবাহী যানবাহন চলাচল করে।

স্থানীয়রা জানান, প্রায় ১২০ বছর আগে কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় ও কালারতাইড় গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত কীর্তনাশা খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা করা হয়েছিল। ২০১২ সালের বন্যায় সেতুর দক্ষিণ পাশের একটি অংশ ধসে পড়ে এবং সেখান গভীর গর্তের সৃষ্টি হয়। সেতুটি ধসে পড়ার পর থেকেই ১০ বছর ধরে শোলারতাইড়, কালারতাইড়, বাঁশহাটা, কুতুবপুর, কাজলা এবং জোড়গাছাসহ ১০ গ্রামের মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান আলী রনি নিজস্ব অর্থায়নে ধসে পড়া সেতুর দক্ষিণ পাশে বাঁশ-কাঠের সংযোগ সেতু নির্মাণ করে দেন; কিন্তু ঝুঁকি নিয়ে পার হওয়া গেলেও যানবাহন চলাচল করতে হয় তিন কিলোমিটার পথ ঘুরে। সেই বাঁশ-কাঠের সেতু নষ্ট হয়ে গেলে চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক লাখ টাকা বরাদ্দ দিলে জোড়াতালি দিয়ে সেতুটি হেঁটে চলাচলের উপযোগী করা হয়।

কালারতাইড় গ্রামের বাসিন্দা কলেজছাত্র রাসেল এবং শোলারতাইড় গ্রামের ইব্রাহিমসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুটি ভেঙে পড়ার পর থেকেই কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঠ ও বাঁশের তৈরি সেতু পারাপার হতে গিয়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি সেতুটি পুনর্নির্মাণের জন্য অনুমোদন এসেছে। কাজ কবে শুরু হবে তা জানা নেই।’

 উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, বৈদেশিক অর্থায়নে কীর্তনাশা খালে ভেঙে যাওয়া সেতুটি নতুন করে নির্মাণ করা হবে। সেখানে ৬৬ মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক তিন মিটার প্রস্থের নতুন সেতু নির্মাণের জন্য ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দও এসেছে। টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সেতুর নির্মাণকাজ শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত