Ajker Patrika

টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে অপহরণ, সৎচাচা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৫: ০৯
টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে অপহরণ, সৎচাচা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর থেকে অপহরণের তিন দিন পর রিমা (৫) নামের এক শিশুকে সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে ফেরদাউস হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করা হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে। তিনি রিমার সৎচাচা।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। ফেরদাউস হাওলাদার রাজবাড়ী সদর থানার সূর্যনগর এলাকার বাসিন্দা।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ফেরদৌস তাঁর ছোট ভাই রাসেলের ভাড়া বাসায় বেড়াতে যান। তিনি ওইদিনই ফুসলিয়ে রাসেলের পাঁচ বছরের মেয়ে রিমাকে নিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েটি তার চাচা ফেরদাউসকে কাছে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় শিশু রিমাকে ওই এলাকার এক দম্পতির জিম্মায় রাখে। এরপর ফেরদাউস পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় একটি হোটেলে অবস্থান নেন। সেখান থেকেই ফোন করে সৎভাই রাসেলের কাছে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় গত মঙ্গলবার সকালে শিশুটির বাবা রাসেল খান বাদী হয়ে সখীপুর থানায় অপহরণের মামলা করেন। পরে পটুয়াখালীর কলাপাড়া থানার কাছাকাছি একটি আবাসিক হোটেল থেকে ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকার সেই দম্পতির কাছ থেকে শিশু রিমাকে উদ্ধার করা হয়।

থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন,ফেরদাউস বারবার তাঁর সৎভাইকে মোবাইল ফোন ব্যবহার করে মুক্তিপণের টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এ কারণে তাঁর অবস্থান শনাক্ত করতে সহজ হয়েছে। শিশুটিকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত