Ajker Patrika

শিক্ষার্থীকে ফাঁসানোর চেষ্টা, ৩ পুলিশ কনস্টেবল বরখাস্ত

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৩: ৩১
শিক্ষার্থীকে ফাঁসানোর চেষ্টা, ৩ পুলিশ কনস্টেবল বরখাস্ত

সিলেটে কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে উল্টো ফেঁসে গেছেন তিন কনস্টেবল। ইতিমধ্যে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় পুলিশ বিভাগ, তবে শাস্তির ভয়ে মুখ খুলছেন না কেউই। অভিযোগ উঠেছে, গোপনে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।

গত ১৩ অক্টোবর সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় এই ঘটনার জন্ম দেন পুলিশের তিন সদস্য। ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসএমপি পুলিশ লাইনের এডিসি (ফোর্স) সালেহ আহমদকে। তদন্তে বেরিয়ে আসে কনস্টেবলদের অপকর্মের কথা। কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এসএমপি-১৬০ /এডিসি (ফোর্স) স্মারকে গত ২৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন। পরে অভিযুক্ত তিন কনস্টেবল মো. ঝুনু হোসেন জয় (বিপি-০১২০২৩৬৪২৪), ইমরান মিয়া (বিপি-০১২০২৩৫৫৪৭) ও মোহাম্মদ আব্দুল্লাহকে (বিপি-০০২০২৩০৯৯৯) বরখাস্ত করা হয়।

জানা গেছে, ১৩ অক্টোবর ১৬ হাজার টাকায় অনলাইনে নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করেন পুলিশ সদর দপ্তরের পিআইও শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক আবু সায়েদের কলেজ পড়ুয়া ছেলে সাইফুর রহমান আসাদ (১৮)। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুকে নিয়ে মোবাইল বিক্রির টাকা নিতে আসেন নগরের বন্দরবাজারে। সেখান থেকে টাকা নিয়ে দুই বন্ধু যান চৌহাট্টা এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে। সেখানে আসাদের বন্ধুর বন্ধু ফাহিমের সঙ্গে দেখা হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ তিন পুলিশ কনস্টেবল এসে তাঁদের জাপটে ধরেন এবং ব্যাগ তল্লাশি করতে চান।

 এ সময় সাইফুর রহমান আসাদ প্রতিবাদ করে জানান তাঁর বাবা পুলিশ ইন্সপেক্টর পিআইওতে কর্মরত। পরে শাহপরান (রহ.) থানার এসআই জামাল ভূঁইয়া এসে তাঁদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় নিয়ে যান।  পরে মুচলেকা রেখে আসাদ ও তাঁর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে আমাদের অফিসার ইয়াবা উদ্ধার করেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ইয়াবা জব্দ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত