ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেটে কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে উল্টো ফেঁসে গেছেন তিন কনস্টেবল। ইতিমধ্যে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় পুলিশ বিভাগ, তবে শাস্তির ভয়ে মুখ খুলছেন না কেউই। অভিযোগ উঠেছে, গোপনে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।
গত ১৩ অক্টোবর সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় এই ঘটনার জন্ম দেন পুলিশের তিন সদস্য। ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসএমপি পুলিশ লাইনের এডিসি (ফোর্স) সালেহ আহমদকে। তদন্তে বেরিয়ে আসে কনস্টেবলদের অপকর্মের কথা। কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এসএমপি-১৬০ /এডিসি (ফোর্স) স্মারকে গত ২৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন। পরে অভিযুক্ত তিন কনস্টেবল মো. ঝুনু হোসেন জয় (বিপি-০১২০২৩৬৪২৪), ইমরান মিয়া (বিপি-০১২০২৩৫৫৪৭) ও মোহাম্মদ আব্দুল্লাহকে (বিপি-০০২০২৩০৯৯৯) বরখাস্ত করা হয়।
জানা গেছে, ১৩ অক্টোবর ১৬ হাজার টাকায় অনলাইনে নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করেন পুলিশ সদর দপ্তরের পিআইও শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক আবু সায়েদের কলেজ পড়ুয়া ছেলে সাইফুর রহমান আসাদ (১৮)। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুকে নিয়ে মোবাইল বিক্রির টাকা নিতে আসেন নগরের বন্দরবাজারে। সেখান থেকে টাকা নিয়ে দুই বন্ধু যান চৌহাট্টা এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে। সেখানে আসাদের বন্ধুর বন্ধু ফাহিমের সঙ্গে দেখা হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ তিন পুলিশ কনস্টেবল এসে তাঁদের জাপটে ধরেন এবং ব্যাগ তল্লাশি করতে চান।
এ সময় সাইফুর রহমান আসাদ প্রতিবাদ করে জানান তাঁর বাবা পুলিশ ইন্সপেক্টর পিআইওতে কর্মরত। পরে শাহপরান (রহ.) থানার এসআই জামাল ভূঁইয়া এসে তাঁদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় নিয়ে যান। পরে মুচলেকা রেখে আসাদ ও তাঁর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে আমাদের অফিসার ইয়াবা উদ্ধার করেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ইয়াবা জব্দ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিলেটে কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে উল্টো ফেঁসে গেছেন তিন কনস্টেবল। ইতিমধ্যে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় পুলিশ বিভাগ, তবে শাস্তির ভয়ে মুখ খুলছেন না কেউই। অভিযোগ উঠেছে, গোপনে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।
গত ১৩ অক্টোবর সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় এই ঘটনার জন্ম দেন পুলিশের তিন সদস্য। ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসএমপি পুলিশ লাইনের এডিসি (ফোর্স) সালেহ আহমদকে। তদন্তে বেরিয়ে আসে কনস্টেবলদের অপকর্মের কথা। কলেজশিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এসএমপি-১৬০ /এডিসি (ফোর্স) স্মারকে গত ২৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন। পরে অভিযুক্ত তিন কনস্টেবল মো. ঝুনু হোসেন জয় (বিপি-০১২০২৩৬৪২৪), ইমরান মিয়া (বিপি-০১২০২৩৫৫৪৭) ও মোহাম্মদ আব্দুল্লাহকে (বিপি-০০২০২৩০৯৯৯) বরখাস্ত করা হয়।
জানা গেছে, ১৩ অক্টোবর ১৬ হাজার টাকায় অনলাইনে নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করেন পুলিশ সদর দপ্তরের পিআইও শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক আবু সায়েদের কলেজ পড়ুয়া ছেলে সাইফুর রহমান আসাদ (১৮)। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুকে নিয়ে মোবাইল বিক্রির টাকা নিতে আসেন নগরের বন্দরবাজারে। সেখান থেকে টাকা নিয়ে দুই বন্ধু যান চৌহাট্টা এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে। সেখানে আসাদের বন্ধুর বন্ধু ফাহিমের সঙ্গে দেখা হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ তিন পুলিশ কনস্টেবল এসে তাঁদের জাপটে ধরেন এবং ব্যাগ তল্লাশি করতে চান।
এ সময় সাইফুর রহমান আসাদ প্রতিবাদ করে জানান তাঁর বাবা পুলিশ ইন্সপেক্টর পিআইওতে কর্মরত। পরে শাহপরান (রহ.) থানার এসআই জামাল ভূঁইয়া এসে তাঁদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় নিয়ে যান। পরে মুচলেকা রেখে আসাদ ও তাঁর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে আমাদের অফিসার ইয়াবা উদ্ধার করেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ইয়াবা জব্দ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪