Ajker Patrika

বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৫১
বাস ও কাভার্ড ভ্যানের  সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আশিক (৩৫)। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝারায়। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক ছিলেন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান ঘোড়াশালে ফিরছিল। সকাল ১০টার দিকে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ওই বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত আশিককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, ওই কাভার্ড ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর লাশ এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইয়ামিন ইকবাল জানান, আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত