বিনোদন ডেস্ক
বড় বাজেট আর বড় তারকা নিয়েও বলিউড, তামিল, তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যখন প্রায় ধুঁকছে, তখন স্বল্প বাজেটকে সঙ্গী করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। ২০২৪ সালের প্রথম পাঁচ মাসেই মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে ৪টি সিনেমা ১০০ কোটির ঘর পেরিয়েছে। আরও কিছু সিনেমা আছে সুপারহিটের তালিকায়। বক্স অফিস রিপোর্ট প্রদানকারী ওয়েবসাইট সাকনিল্ক জানিয়েছে, এ বছর মুক্তি পাওয়া মালয়ালম সিনেমাগুলো এরই মধ্যে বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এর মধ্যে ‘মানজুম্মেল বয়েজ’, ‘দ্য গোট লাইফ’ ও ‘আভেশম’—এ তিন সিনেমার অবদান ৫৫ শতাংশ। এগুলোর আয় যথাক্রমে ২৪০ দশমিক ৯৪ কোটি, ১৫৭ দশমিক ৪৪ কোটি ও ১৫৩ দশমিক ৫২ কোটি রুপি।
দ্য গোট লাইফের সাফল্যের পর ১৬ মে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের ‘গুরুভায়ূর আম্বলানাদয়িল’। মাত্র ৪ দিনেই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। এটি মুক্তির আগে কেরালাভিত্তিক সংবাদমাধ্যম মাতৃভূমি এক প্রতিবেদনে জানিয়েছিল, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমাগুলোর মোট আয় দাঁড়িয়েছে ৯৮৫ কোটি রুপি। গুরুভায়ূর আম্বলানাদয়িল সিনেমার আয় যোগ করে এ হিসাব এখন হাজার কোটি রুপি পেরিয়ে গেছে।
সব মিলিয়ে ২০২৪ সালকে এ ইন্ডাস্ট্রির যুগান্তকারী বছর হিসেবে দেখা হচ্ছে। মালয়ালম থেকে দৃষ্টি সরিয়ে যদি পুরো ভারতীয় সিনেমার হিসাব করা হয়, সেখানেও গুরুত্বপূর্ণ অবস্থানে এ ইন্ডাস্ট্রি। চলতি বছর ভারতীয় সিনেমার মোট আয়ের ২০ শতাংশ এসেছে মালয়ালম থেকে, যেখানে বলিউডের অবদান ৩৮ শতাংশ। গত বছরও এ ইন্ডাস্ট্রি ভালো অবস্থানে ছিল। ‘২০১৮’, ‘কান্নুর স্কোয়াড’, ‘আরডিএক্স’, ‘নেরু’ ও ‘রোমাঞ্চম’ সিনেমাগুলোর ওপর ভর করে প্রায় ৫০০ কোটি রুপি ঘরে তোলে মালয়ালম ইন্ডাস্ট্রি।
এবার এ বছরের বলিউডের পরিস্থিতি দেখা যাক। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ (আয় ৩৫৮ দশমিক ৮৯ কোটি) এ পর্যন্ত ২০২৪ সালের সেরা আয় করা সিনেমা। এ ছাড়া ‘শয়তান’ (২১৩ দশমিক ৬৪ কোটি), ‘ক্রু’ (১৫১ দশমিক ৩৫ কোটি), ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ (১৪৬ দশমিক ২৬ কোটি) ও ‘আর্টিকেল ৩৭০’ (১০১ দশমিক ১৫ কোটি) সিনেমাগুলো শতকের ঘর পেরোতে পেরেছে। বাকিগুলোর অবস্থা তেমন ভালো নয়।
তেলুগুতে এ বছর মাত্র দুটি হিট—‘হনু-ম্যান’ ও ‘টিল্লু স্কয়ার’। মহেশ বাবুর ‘গুন্টুর কারাম’, নাগার্জুনার ‘না সামি রাঙ্গা’, রবি তেজার ‘ঈগল’, বিজয় দেবারাকোন্ডার ‘দ্য ফ্যামিল স্টার’ সিনেমাগুলো নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তামিলের অবস্থা তো আরও খারাপ। ধানুশের ‘ক্যাপ্টেন মিলার’ই শুধু সেঞ্চুরি হাঁকিয়েছে। এ ছাড়া কিছুটা আলোচনা তৈরি করতে পেরেছে ‘আয়লান’ ও ‘আরানমানাই ৪’।
বছরের আলোচিত ৩
মানজুম্মেল বয়েজ
কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার ভেতর। তাদের এক বন্ধু সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারে চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা। চিদাম্বরাম পরিচালিত টানটান উত্তেজনার সিনেমাটি এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
দ্য গোট লাইফ
নাজিব নামের এক যুবকের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। উন্নত জীবনের আশায় সে পাড়ি জমায় সৌদি আরবে। কিন্তু সেখানে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। ছাগলের রাখাল হিসেবে তাকে নির্বাসিত করা হয় জনহীন এক মরুভূমিতে। সেখানে বছরের পর বছর দাসত্বের জীবন কাটাতে হয় নাজিবকে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে সে। পৃথ্বীরাজ অভিনীত সিনেমাটি এখনো হলে চলছে। শিগগিরই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।
আভেশম
কেরালার তিন যুবক বেঙ্গালুরুতে যায় বৈমানিক প্রকৌশল বিষয়ে পড়তে। কলেজে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয় তারা। প্রথম বর্ষের শিক্ষার্থীরা জোট বাঁধে সিনিয়রদের নির্যাতনের হাত থেকে বাঁচতে। প্রতিশোধ নেওয়ার জন্য একপর্যায়ে তারা ভাড়া করে সন্ত্রাসী রাঙ্গাকে। তাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করে রাঙ্গা। ফাহাদ ফাসিল অভিনীত সিনেমাটি দেখা যাচ্ছে আমাজন প্রাইমে।
বড় বাজেট আর বড় তারকা নিয়েও বলিউড, তামিল, তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যখন প্রায় ধুঁকছে, তখন স্বল্প বাজেটকে সঙ্গী করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। ২০২৪ সালের প্রথম পাঁচ মাসেই মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে ৪টি সিনেমা ১০০ কোটির ঘর পেরিয়েছে। আরও কিছু সিনেমা আছে সুপারহিটের তালিকায়। বক্স অফিস রিপোর্ট প্রদানকারী ওয়েবসাইট সাকনিল্ক জানিয়েছে, এ বছর মুক্তি পাওয়া মালয়ালম সিনেমাগুলো এরই মধ্যে বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এর মধ্যে ‘মানজুম্মেল বয়েজ’, ‘দ্য গোট লাইফ’ ও ‘আভেশম’—এ তিন সিনেমার অবদান ৫৫ শতাংশ। এগুলোর আয় যথাক্রমে ২৪০ দশমিক ৯৪ কোটি, ১৫৭ দশমিক ৪৪ কোটি ও ১৫৩ দশমিক ৫২ কোটি রুপি।
দ্য গোট লাইফের সাফল্যের পর ১৬ মে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের ‘গুরুভায়ূর আম্বলানাদয়িল’। মাত্র ৪ দিনেই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। এটি মুক্তির আগে কেরালাভিত্তিক সংবাদমাধ্যম মাতৃভূমি এক প্রতিবেদনে জানিয়েছিল, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমাগুলোর মোট আয় দাঁড়িয়েছে ৯৮৫ কোটি রুপি। গুরুভায়ূর আম্বলানাদয়িল সিনেমার আয় যোগ করে এ হিসাব এখন হাজার কোটি রুপি পেরিয়ে গেছে।
সব মিলিয়ে ২০২৪ সালকে এ ইন্ডাস্ট্রির যুগান্তকারী বছর হিসেবে দেখা হচ্ছে। মালয়ালম থেকে দৃষ্টি সরিয়ে যদি পুরো ভারতীয় সিনেমার হিসাব করা হয়, সেখানেও গুরুত্বপূর্ণ অবস্থানে এ ইন্ডাস্ট্রি। চলতি বছর ভারতীয় সিনেমার মোট আয়ের ২০ শতাংশ এসেছে মালয়ালম থেকে, যেখানে বলিউডের অবদান ৩৮ শতাংশ। গত বছরও এ ইন্ডাস্ট্রি ভালো অবস্থানে ছিল। ‘২০১৮’, ‘কান্নুর স্কোয়াড’, ‘আরডিএক্স’, ‘নেরু’ ও ‘রোমাঞ্চম’ সিনেমাগুলোর ওপর ভর করে প্রায় ৫০০ কোটি রুপি ঘরে তোলে মালয়ালম ইন্ডাস্ট্রি।
এবার এ বছরের বলিউডের পরিস্থিতি দেখা যাক। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ (আয় ৩৫৮ দশমিক ৮৯ কোটি) এ পর্যন্ত ২০২৪ সালের সেরা আয় করা সিনেমা। এ ছাড়া ‘শয়তান’ (২১৩ দশমিক ৬৪ কোটি), ‘ক্রু’ (১৫১ দশমিক ৩৫ কোটি), ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ (১৪৬ দশমিক ২৬ কোটি) ও ‘আর্টিকেল ৩৭০’ (১০১ দশমিক ১৫ কোটি) সিনেমাগুলো শতকের ঘর পেরোতে পেরেছে। বাকিগুলোর অবস্থা তেমন ভালো নয়।
তেলুগুতে এ বছর মাত্র দুটি হিট—‘হনু-ম্যান’ ও ‘টিল্লু স্কয়ার’। মহেশ বাবুর ‘গুন্টুর কারাম’, নাগার্জুনার ‘না সামি রাঙ্গা’, রবি তেজার ‘ঈগল’, বিজয় দেবারাকোন্ডার ‘দ্য ফ্যামিল স্টার’ সিনেমাগুলো নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তামিলের অবস্থা তো আরও খারাপ। ধানুশের ‘ক্যাপ্টেন মিলার’ই শুধু সেঞ্চুরি হাঁকিয়েছে। এ ছাড়া কিছুটা আলোচনা তৈরি করতে পেরেছে ‘আয়লান’ ও ‘আরানমানাই ৪’।
বছরের আলোচিত ৩
মানজুম্মেল বয়েজ
কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার ভেতর। তাদের এক বন্ধু সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারে চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা। চিদাম্বরাম পরিচালিত টানটান উত্তেজনার সিনেমাটি এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
দ্য গোট লাইফ
নাজিব নামের এক যুবকের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। উন্নত জীবনের আশায় সে পাড়ি জমায় সৌদি আরবে। কিন্তু সেখানে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। ছাগলের রাখাল হিসেবে তাকে নির্বাসিত করা হয় জনহীন এক মরুভূমিতে। সেখানে বছরের পর বছর দাসত্বের জীবন কাটাতে হয় নাজিবকে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে সে। পৃথ্বীরাজ অভিনীত সিনেমাটি এখনো হলে চলছে। শিগগিরই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।
আভেশম
কেরালার তিন যুবক বেঙ্গালুরুতে যায় বৈমানিক প্রকৌশল বিষয়ে পড়তে। কলেজে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয় তারা। প্রথম বর্ষের শিক্ষার্থীরা জোট বাঁধে সিনিয়রদের নির্যাতনের হাত থেকে বাঁচতে। প্রতিশোধ নেওয়ার জন্য একপর্যায়ে তারা ভাড়া করে সন্ত্রাসী রাঙ্গাকে। তাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করে রাঙ্গা। ফাহাদ ফাসিল অভিনীত সিনেমাটি দেখা যাচ্ছে আমাজন প্রাইমে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে