প্রজাপতির রঙিন পাখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০৬: ৫৪
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২: ০২

‘প্রজাপতি প্রজাপতি

কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা

টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা...’

গানটি শুনেছ তো? এটি ভীষণ মিষ্টি গান। এই গান শুনতে শুনতে নিশ্চয় তোমার প্রজাপতির সঙ্গে খেলতে ইচ্ছে করে। তার মতো করে ডানা মেলতে ইচ্ছে করে। আজ জানাব ঘরেই কীভাবে রঙিন প্রজাপতি বানাবে, সেটি। রঙিন প্রজাপতি বানাতে লাগবে আইসক্রিমের চামচ। আরে হ্যাঁ, তুমি যে কাপ আইসক্রিম খাও, সেই চামচের কথাই বলছি। আর লাগবে মোটা আর্ট পেপার ও কিছু রঙিন পাথর। তুমি চাইলে যেকোনো মোটা কাগজ নিতে পারো। প্রথমে কাগজে পেনসিল দিয়ে প্রজাপতির দুটি ডানা এঁকে নাও। তারপর কাঁচি দিয়ে কেটে নাও। সাবধানে কাটবে, যেন হাতে না লাগে। এবার প্রজাপতির দুটি ডানা পছন্দ অনুযায়ী রং করে নাও। ডানায় গোলাপি, হলুদ, নীলসহ ইচ্ছেমতো যেকোনো রং করতে পারো। এবার আইসক্রিমের চামচের সঙ্গে প্রজাপতির দুটি ডানা আঠা দিয়ে লাগিয়ে নাও। সামনের দিকে দিয়ে নাও দুটো অ্যানটেনা। এবার পাখার ওপর সুন্দর করে পাথরগুলো বসিয়ে দাও। ব্যস, তোমার প্রজাপতি বানানো হয়ে গেল। এবার প্রজাপতির সঙ্গে খেলো।

ছবি: ফায়ার ফ্লাইস অ্যান্ড মাড পিসের সৌজন্যে

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত