শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে