বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আব্দুল ওয়াহেদ এলাকায় পাখি শিকারি হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই পাখি শিকারের কাজে তিনি ছিলেন বেশ পটু। এমনকি পাখি শিকারের জন্য তিনি বন্দুকও ব্যবহার করতেন। একসময় জানলেন পাখি শিকার করা অপরাধ। এরপর থেকে শিকার বন্ধ করে দেন। বিক্রি করেন বন্দুক। শুরু করেন কবুতর পালনের কাজ। এখন তাঁর খামারে ১০০ জোড়া কবুতর।
ওয়াহেদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বারঢালী এলাকায়। কৃষিকাজের পাশাপাশি নিজ বাড়িতে তিনি কবুতর পালন করছেন। শখের বসে সাত বছর আগে লাল সিরাজি ও কালো সিরাজি জাতের আটটি কবুতর নিয়ে পালন করা শুরু করেন তিনি। এখন তাঁর খামারে ছয় জাতের ১০০ জোড়া কবুতর।
গত সোমবার সকালে ওয়াহের বাড়িতে গিয়ে দেখা গেছে, কবুতরের খাবার দিচ্ছেন তিনি। চারপাশ ঘিরে রয়েছে কবুতর। কেউ মাথায় চড়ছে, কেউবা হাত থেকে খাবার খাচ্ছে। এমন দৃশ্য দেখতে অনেকে আসেন তাঁর বাড়িতে।
খামার দেখতে আসা কালমেঘ আর আলী কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ‘কবুতরগুলো সরাসরি হাত থেকে খাবার খাচ্ছে। তাঁর সঙ্গে খেলা করছে। কতটা নিরাপদ এবং নির্ভরশীল মনে করলে মানুষের এত কাছে আসে পাখি। ভাবছি বাড়িতে আমিও কবুতর পালন করব।’
কবুতর চাষি আব্দুল ওয়াহেদ বলেন, ‘কবুতরের প্রতি আমার আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কৃষি কাজের পর যেটুকু সময় পায় এদের সঙ্গে সময় কাটায়। প্রথমে এটি শখের বসে হলেও এখন বৃহৎ আকারে করার চিন্তা করছি। সরকারি সহযোগিতা পেলে খামার বড় করব। তখন এতে অনেকের কর্মসংস্থান হবে।’
ওয়াহেদ বলেন, ‘২০০ কবুতর খাওয়ানোর জন্য দৈনিক ৪০ থেকে ৭০ টাকা খরচ হয়। মাসে মাসে ডিম এবং বাচ্চা দেয় এগুলো। বাজারে কবুতরের ব্যাপক চাহিদা রয়েছে। জোড়া প্রতি দুই হাজার পর্যন্ত বিক্রি হয়।’
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলায় বাণিজ্যিকভাবে কেউ কবুতরের খামার করেননি। সবচেয়ে বেশি কবুতর পালন হচ্ছে ওয়াহেদের বাড়িতে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন বাড়িতে অল্প অল্প করে কবুতর পালন করা হলেও বাণিজ্যিকভাবে চাষাবাদের চিন্তা কেউ করেনি। ওয়াহেদের কথা শুনেছি। আমরা তাঁর পাশে থাকব।’
আব্দুল ওয়াহেদ এলাকায় পাখি শিকারি হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই পাখি শিকারের কাজে তিনি ছিলেন বেশ পটু। এমনকি পাখি শিকারের জন্য তিনি বন্দুকও ব্যবহার করতেন। একসময় জানলেন পাখি শিকার করা অপরাধ। এরপর থেকে শিকার বন্ধ করে দেন। বিক্রি করেন বন্দুক। শুরু করেন কবুতর পালনের কাজ। এখন তাঁর খামারে ১০০ জোড়া কবুতর।
ওয়াহেদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বারঢালী এলাকায়। কৃষিকাজের পাশাপাশি নিজ বাড়িতে তিনি কবুতর পালন করছেন। শখের বসে সাত বছর আগে লাল সিরাজি ও কালো সিরাজি জাতের আটটি কবুতর নিয়ে পালন করা শুরু করেন তিনি। এখন তাঁর খামারে ছয় জাতের ১০০ জোড়া কবুতর।
গত সোমবার সকালে ওয়াহের বাড়িতে গিয়ে দেখা গেছে, কবুতরের খাবার দিচ্ছেন তিনি। চারপাশ ঘিরে রয়েছে কবুতর। কেউ মাথায় চড়ছে, কেউবা হাত থেকে খাবার খাচ্ছে। এমন দৃশ্য দেখতে অনেকে আসেন তাঁর বাড়িতে।
খামার দেখতে আসা কালমেঘ আর আলী কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ‘কবুতরগুলো সরাসরি হাত থেকে খাবার খাচ্ছে। তাঁর সঙ্গে খেলা করছে। কতটা নিরাপদ এবং নির্ভরশীল মনে করলে মানুষের এত কাছে আসে পাখি। ভাবছি বাড়িতে আমিও কবুতর পালন করব।’
কবুতর চাষি আব্দুল ওয়াহেদ বলেন, ‘কবুতরের প্রতি আমার আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কৃষি কাজের পর যেটুকু সময় পায় এদের সঙ্গে সময় কাটায়। প্রথমে এটি শখের বসে হলেও এখন বৃহৎ আকারে করার চিন্তা করছি। সরকারি সহযোগিতা পেলে খামার বড় করব। তখন এতে অনেকের কর্মসংস্থান হবে।’
ওয়াহেদ বলেন, ‘২০০ কবুতর খাওয়ানোর জন্য দৈনিক ৪০ থেকে ৭০ টাকা খরচ হয়। মাসে মাসে ডিম এবং বাচ্চা দেয় এগুলো। বাজারে কবুতরের ব্যাপক চাহিদা রয়েছে। জোড়া প্রতি দুই হাজার পর্যন্ত বিক্রি হয়।’
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলায় বাণিজ্যিকভাবে কেউ কবুতরের খামার করেননি। সবচেয়ে বেশি কবুতর পালন হচ্ছে ওয়াহেদের বাড়িতে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন বাড়িতে অল্প অল্প করে কবুতর পালন করা হলেও বাণিজ্যিকভাবে চাষাবাদের চিন্তা কেউ করেনি। ওয়াহেদের কথা শুনেছি। আমরা তাঁর পাশে থাকব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে