চার কিমি সড়কে ৬০ গর্ত, দুর্ভোগে ২০ হাজার মানুষ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ২০
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ৩৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চার কিলোমিটার সড়কের পাঁচটি মোড়ে বড় বড় ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া মগড়া বাজার থেকে পটোল বাজার পর্যন্ত ছোট-বড় মিলে অন্তত ৬০টি গর্ত তৈরি হয়েছে। এসব ভাঙা, গর্ত ও ধসে যাওয়া অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গাপুর ও দশকিয়া ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষকে।

ভ্যানচালক আ. কাদের, শামসুল ও হজরত মিয়া বলেন, ভ্যান চালানোর সময় সড়কের ভাঙা অংশ এড়াতে গিয়ে মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা। মালামাল নিয়ে চলাচলের সময় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক উল্টে যায়। অনেক সময় যাত্রীরাও ব্যথা পায়।

অটোরিকশাচালক শাহ আলম, শুকুর রহমান ও মতিন বলেন, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত সড়কটিতে যাত্রীদের চাপ থাকে। সড়কটি দ্রুত মেরামত করা দরকার। 
ট্রাকচালক মোমিন বলেন, সড়কটি এমনিতেই বেশি প্রশস্ত নয়। তার মধ্যে ভাঙাচোরা ও দেবে যাওয়া সড়কে অন্য পরিবহনকে সাইড দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এ জন্য ধীরে ও সাবধানে চলাচল করতে গিয়ে দেরি হয়ে যায়।

পটল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. আরাফাত রহমান বলেন, স্কুলে যাওয়া-আসা করা খুবই কষ্টকর।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জিয়াউর রহমান বলেন, ভারী যানবাহনের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পটল বাজারের সামনের ভেঙে যাওয়া অংশে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বৃষ্টির পানি জমে কাদা হয়ে দুর্ভোগ বেড়ে যায়। এ ছাড়া প্রায়ই মালবাহী ভ্যান, ইজিবাইক ও পিকআপ উল্টে ঘটছে ছোট ছোট দুর্ঘটনাএ বিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, এ সড়কটিসহ বেড়িপটল সড়ক উন্নয়ন ও মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে দ্রুত লিখিত আবেদন দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, সড়কটি পরিদর্শন করে অতি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত