টাঙ্গাইলে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩৫
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৩

টাঙ্গাইলে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে এ টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম দিন এক হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আজ থেকে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষার আগে এ টিকা পাওয়ায় তারা উপকৃত হয়েছে। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে পারবে। সুস্থভাবে পরীক্ষা দিতে পারব বলে জানায় টিকা পাওয়া শিক্ষার্থীরা।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘টাঙ্গাইলে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন এক হাজার ৫৩৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। জেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী এক লাখ ৯১ হাজার ২৪৭ জনকে টিকার আওতায় আনা হবে। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে পুরো জেলায় এ টিকা কার্যক্রম শেষ করতে পারব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত