জয় বাংলা কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা তিন ব্যান্ডের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯: ১১

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জয় বাংলা কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের তিন ব্যান্ড ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস ও নেমেসিস।

গত বুধবার রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লেখে, ‘অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর—না।’ 
ক্রিপটিক ফেইটের এমন ঘোষণার পর একই সুর তোলে ব্যান্ড আরবোভাইরাস। ব্যান্ডের ফেসবুক পেজে জানানো হয়, আর কোনো দিন জয় বাংলা কনসার্টে অংশ নেবে না তারা।

গতকাল সকালে একই ঘোষণা দেয় আরেক ব্যান্ড নেমেসিস। ফেসবুক পেজে তারা জানায়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। ...বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ, আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই এবং সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দেন পপাই ও সিনা হাসান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত