শিপুল ইসলাম, রংপুর
রংপুর শহর থেকে একটু নিভৃতে মনোরম পরিবেশে দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য তৈরি করা হয়েছে একটি নতুন ভবন। আর পুরোনো ভবনটি মেরামতের জন্য চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ টাকা। কিন্তু পুরোনো ভবনটি মেরামত না করেই নতুন ভবনের গ্রিল নির্মাণ, ভেতরের সজ্জিতকরণ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে সেই টাকা।
কাজ না করে টাকা কীভাবে তুলে নেওয়া হয়েছে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘অফিশিয়াল সিস্টেম অনুযায়ী আগে বিল ভাউচার জমা দিয়েছি। ইঞ্জিনিয়ারের দেওয়া এস্টিমেট অনুযায়ী এই বিল-ভাউচার তৈরি করেছি। বিল-ভাউচার জমা না দিলে তো ট্রেজারি থেকে টাকা ছাড় দেয় না। কাজ করিনি, এখন করব।’
রংপুর নগরীর প্রাণকেন্দ্রে গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও মেরামতের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত বিদ্যালয়টিতে কোনো কাজ করা হয়নি। পলেস্তারা খসে পড়া ভবনে চলছে পাঠদান। যদিও বরাদ্দের টাকা পেতে এরই মধ্যে বিল-ভাউচার জমা দেওয়া হয়ে গেছে।
জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘বিল-ভাউচার ও এস্টিমেট জমা দিয়েছি। টাকা বা চেক—কোনো কিছুই পাইনি। টাকা পেলে জুলাইয়ের মধ্যে কাজ শেষ করব।’
কেবল রংপুর সদরের ওই দুটি বিদ্যালয় নয়; ২০২২-২৩ অর্থবছরে পিইডিপি-৪ এর আওতায় দ্বিতীয় ধাপে রংপুরের ৮টি উপজেলার ১৮০টি বিদ্যালয়ের বিপরীতে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ বিদ্যালয়ে কোনো কাজ হয়নি। অথচ কাজ সম্পন্ন করা হয়েছে দেখিয়ে বরাদ্দের টাকা লোপাটের জন্য ভুয়া ভাউচার জমা নেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে টাকাও।
৯ থেকে ১০ জুলাই পর্যন্ত রংপুর সদরের মাহিগঞ্জ বালক, মাহিগঞ্জ বালিকা, তাজহাট, আশরতপুর, গঙ্গচড়ার লালচাঁদপুর, শালবাড়ি, পূর্ব খলেয়া উপরতলা, তারাগঞ্জের শেরমস্ত, মধুরামপুর, তেঁতুলতলা, দোয়ালীপাড়া, মানব মঙ্গলসহ ১৫টি বিদ্যালয় সরেজমিনে ঘুরে একই চিত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের
প্রধান শিক্ষকদের প্রায় অভিন্ন কথা—কাজ করিনি, এখন করব। টাকা মেরে খাব না।
শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোর কর্মকর্তারা জানান, টাকা উত্তোলন করা না হলে তা সরকারি কোষাগারে ফেরত যেত। তাই বরাদ্দের টাকা উত্তোলন করে শিক্ষা কর্মকর্তাদের ব্যাংক হিসাব নম্বরে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (বড় বাবু) লিটন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পিইডিপি-৪ এর ২য় পর্যায়ের ৭৬ লাখ টাকা শিক্ষা কর্মকর্তার ব্যাংক হিসাবে আছে। কাজ করলে প্রত্যয়ন দেখে শিক্ষকদের ওই টাকা দেওয়া হবে।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। গত সোমবার তাঁর মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের রং উঠে গেছে। এর দেয়ালের বিভিন্ন জায়গায় খসে পড়ছে পলেস্তারা, টিনে ধরেছে মরিচা। কিন্তু বিদ্যালয়টি মেরামতের দুই লাখ টাকা উত্তোলন হলেও সেখানে কোনো কাজ করা হয়নি।
জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিল-ভাউচার জমা দিয়েছি। টাকা এখনো পাইনি। কাজও করিনি। কাজ করব। স্যাররা দেখে টাকা দেবে।’
গঙ্গাচড়ার চকচকে-ঝকঝকে ধনতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সেখানে গিয়ে দেখা গেছে, কোনো কাজ করা হয়নি।
যোগাযোগ করা হলে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো কাজ করা হয়নি। টাকা তুলে অফিশিয়াল সিস্টেমে রাখা হয়েছে। আমি অসুস্থ। ছুটিতে আছি। পরে কথা হবে।’
কাজ না করে টাকা তুলে নেওয়ার বিষয়টি রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের নজরে আনা হলে তিনি বলেন, কাজ না করে টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই। কর্মকর্তার হিসাবে টাকা রাখা অবৈধ। শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।
রংপুর শহর থেকে একটু নিভৃতে মনোরম পরিবেশে দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য তৈরি করা হয়েছে একটি নতুন ভবন। আর পুরোনো ভবনটি মেরামতের জন্য চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ টাকা। কিন্তু পুরোনো ভবনটি মেরামত না করেই নতুন ভবনের গ্রিল নির্মাণ, ভেতরের সজ্জিতকরণ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে সেই টাকা।
কাজ না করে টাকা কীভাবে তুলে নেওয়া হয়েছে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘অফিশিয়াল সিস্টেম অনুযায়ী আগে বিল ভাউচার জমা দিয়েছি। ইঞ্জিনিয়ারের দেওয়া এস্টিমেট অনুযায়ী এই বিল-ভাউচার তৈরি করেছি। বিল-ভাউচার জমা না দিলে তো ট্রেজারি থেকে টাকা ছাড় দেয় না। কাজ করিনি, এখন করব।’
রংপুর নগরীর প্রাণকেন্দ্রে গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও মেরামতের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত বিদ্যালয়টিতে কোনো কাজ করা হয়নি। পলেস্তারা খসে পড়া ভবনে চলছে পাঠদান। যদিও বরাদ্দের টাকা পেতে এরই মধ্যে বিল-ভাউচার জমা দেওয়া হয়ে গেছে।
জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘বিল-ভাউচার ও এস্টিমেট জমা দিয়েছি। টাকা বা চেক—কোনো কিছুই পাইনি। টাকা পেলে জুলাইয়ের মধ্যে কাজ শেষ করব।’
কেবল রংপুর সদরের ওই দুটি বিদ্যালয় নয়; ২০২২-২৩ অর্থবছরে পিইডিপি-৪ এর আওতায় দ্বিতীয় ধাপে রংপুরের ৮টি উপজেলার ১৮০টি বিদ্যালয়ের বিপরীতে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ বিদ্যালয়ে কোনো কাজ হয়নি। অথচ কাজ সম্পন্ন করা হয়েছে দেখিয়ে বরাদ্দের টাকা লোপাটের জন্য ভুয়া ভাউচার জমা নেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে টাকাও।
৯ থেকে ১০ জুলাই পর্যন্ত রংপুর সদরের মাহিগঞ্জ বালক, মাহিগঞ্জ বালিকা, তাজহাট, আশরতপুর, গঙ্গচড়ার লালচাঁদপুর, শালবাড়ি, পূর্ব খলেয়া উপরতলা, তারাগঞ্জের শেরমস্ত, মধুরামপুর, তেঁতুলতলা, দোয়ালীপাড়া, মানব মঙ্গলসহ ১৫টি বিদ্যালয় সরেজমিনে ঘুরে একই চিত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের
প্রধান শিক্ষকদের প্রায় অভিন্ন কথা—কাজ করিনি, এখন করব। টাকা মেরে খাব না।
শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোর কর্মকর্তারা জানান, টাকা উত্তোলন করা না হলে তা সরকারি কোষাগারে ফেরত যেত। তাই বরাদ্দের টাকা উত্তোলন করে শিক্ষা কর্মকর্তাদের ব্যাংক হিসাব নম্বরে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (বড় বাবু) লিটন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পিইডিপি-৪ এর ২য় পর্যায়ের ৭৬ লাখ টাকা শিক্ষা কর্মকর্তার ব্যাংক হিসাবে আছে। কাজ করলে প্রত্যয়ন দেখে শিক্ষকদের ওই টাকা দেওয়া হবে।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। গত সোমবার তাঁর মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের রং উঠে গেছে। এর দেয়ালের বিভিন্ন জায়গায় খসে পড়ছে পলেস্তারা, টিনে ধরেছে মরিচা। কিন্তু বিদ্যালয়টি মেরামতের দুই লাখ টাকা উত্তোলন হলেও সেখানে কোনো কাজ করা হয়নি।
জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিল-ভাউচার জমা দিয়েছি। টাকা এখনো পাইনি। কাজও করিনি। কাজ করব। স্যাররা দেখে টাকা দেবে।’
গঙ্গাচড়ার চকচকে-ঝকঝকে ধনতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সেখানে গিয়ে দেখা গেছে, কোনো কাজ করা হয়নি।
যোগাযোগ করা হলে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো কাজ করা হয়নি। টাকা তুলে অফিশিয়াল সিস্টেমে রাখা হয়েছে। আমি অসুস্থ। ছুটিতে আছি। পরে কথা হবে।’
কাজ না করে টাকা তুলে নেওয়ার বিষয়টি রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের নজরে আনা হলে তিনি বলেন, কাজ না করে টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই। কর্মকর্তার হিসাবে টাকা রাখা অবৈধ। শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে