Ajker Patrika

প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি: ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ০০
প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি: ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্বোধনকালে  চট্টগ্রাম সিটি মেয়র

আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা সময়ের দাবি মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা না গেলে নিজেরা পিছিয়ে যাব—বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর হাত ধরেই রচিত হয় একটি আধুনিক বিজ্ঞানমনস্ক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত্তি। তারই সঠিক বাস্তবায়ন করেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গতকাল সোমবার সকালে ষোলশহর ওয়ার্ড কার্যালয়ে চসিকের ৪১টি ওয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের ফিঙ্গার প্রিন্ট মেশিনের মাধ্যমে দৈনিক উপস্থিতি কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিক সেবা নিশ্চিত করাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মুলকাজ। সিটি করপোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফিঙ্গারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ ক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়ার কোন অবকাশ নেই। নিজের কাজের প্রতি আন্তরিক এবং নিষ্ঠাবান হওয়ার জন্য আধুনিক এ প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

গৃহকর নিয়ে নগরবাসীকে কোন ধরনের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালের কর পুনর্মূল্যায়নে কোনো অসংগতি মনে হলে তা আপিলের মাধ্যমে সমাধান করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আপিলের মুখোমুখি হওয়া ছাড়া গৃহকর কমানো সম্ভব নয় বলেও অভিমত ব্যক্ত করেন। মেয়র আপিল ফরম অনলাইন, কাউন্সিলর কার্যালয় ও কর কার্যালয়ে পাওয়া যাবে বলে নগরবাসীকে অবহিত করেন। তিনি ভবন মালিকদের আপিল করার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর এম আশরাফুল আলম, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আইটি অফিসার, মো. ইকবাল হাসান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, আবুল কালাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত