Ajker Patrika

বাজার করে ‘টাকা দেন না’ ফাঁড়ি ইনচার্জ ও কনস্টেবল

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বাজার করে ‘টাকা দেন না’  ফাঁড়ি ইনচার্জ ও কনস্টেবল

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) পরিদর্শক মো. মফিজুল ইসলাম ও কনস্টেবল মঈন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দোকান থেকে বাজার করে টাকা না দেওয়াসহ নানান অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা গত রোববার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ডিআইজি) ও পুলিশ সদরদপ্তর ঢাকায় একই অভিযোগ ডাকযোগে পাঠিয়েছেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিদর্শক মফিজুল।

অভিযোগকারী ব্যক্তিরা জানান, আদর্শগ্রাম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম ও কনস্টেবল মঈন তাঁদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। দুজন বিভিন্ন সময় তাঁদের দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে টাকা দেন না। চাইলেও লাঞ্ছিত করেন।

আমি অফিসে ছিলাম না। একটি কাজে ঢাকায় আছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

                                                                                        জাকির হাসান,পুলিশ সুপার, ফেনী

ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, মঈন উদ্দিন পরিদর্শকের নির্দেশে বিভিন্ন বাড়িতে গিয়ে কম টাকা দিয়ে হাঁস-মুরগিও কেনেন। পরিদর্শক গত ২৯ ডিসেম্বর স্থানীয় চা-দোকানি ওসমান আলীকে জনসম্মুখে লাঞ্ছিত করেন। ৩০ ডিসেম্বর স্থানীয় শাহজাহানের ছেলে সুমন ও আবদুর রহমানের ছেলে রিমন তদন্তকেন্দ্রে ইন্টারনেটের সংযোগ দিতে গেলে তাঁদের মারধর করেন। সেলুনে চুল কেটে টাকা না দেওয়ারও অভিযোগ পাওয়া যায় ওই দুজনের বিরুদ্ধে।

অভিযোগকারী বক্তিরা হলেন স্থানীয় আলী আহম্মদ, ইসমাইল হোসেন, সুমন, ওমর ফারুক, ওসমান আলী, রিমন, সাইফুল ইসলাম, রহিম উল্যাহ, বেলায়েত হোসেন ও শেখ শাহিদ।

ইন্টারনেট ব্যবসায়ী ইসমাইল বলেন, ‘পরিদর্শক মফিজুল প্রায় দোকান থেকেই বাকিতে মালামাল কিনে টাকা দেন না। আমার দুই কর্মচারীকে আটকে রাখার পর মোবাইল ফোনে কল দিলে পুলিশ কর্মকর্তা মফিজুল আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।’  

অভিযুক্ত মফিজুল ইসলাম বলেন, ইন্টারনেট সংযোগের জন্য তাঁদের এক হাজার টাকা দিয়েছি। এ কাজের কিছুক্ষণ পর আবার সংযোগ চলে যায়। তাঁরা কোনো কাজই করেন না। তাই ধমক দিয়েছি। দোকান থেকে কিনে টাকা না দেওয়াসহ আনীত সব অভিযোগ মিথ্যা।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘আমি অফিসে ছিলাম না। একটি কাজে ঢাকায় আছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত