Ajker Patrika

আবারও নাটকে একসঙ্গে নাঈম ও তানিয়া বৃষ্টি

আবারও নাটকে একসঙ্গে নাঈম ও তানিয়া বৃষ্টি

প্রায় ছয় বছর পর একসঙ্গে অভিনয় করলেন এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে দেখা যাবে তাঁদের। প্রশান্ত অধিকারীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান। 

নাটকের গল্পে দেখা যাবে, তারেক ও পূর্বা একে অপরকে ভালোবাসে। তারেকের চাকরি হলেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় তারা। একদিন পূর্বাকে কেউ বলে মার্কেটে তারেকের সঙ্গে এক মেয়েকে দেখেছে। তারেক কোনোভাবেই পূর্বাকে বোঝাতে পারে না সেই মেয়েটি তার কাজিন। পূর্বা একপর্যায় আত্মহত্যার হুমকি দেয়। রাতে হুট করেই তারেকের বাসায় চলে আসে সে। পূর্বা যে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খেয়ে এসেছে, তা বুঝতে পারে তারেক। একপর্যায়ে জ্ঞান হারায় পূর্বা। এমন সময় দরজায় কড়া নাড়ে পুলিশ। ভয় পেয়ে যায় তারেক। পুলিশ কেন এল? তবে কি আগে থেকেই পুলিশকে জানিয়ে এসেছিল পূর্বা? সত্যিই কি সে আত্মহত্যা করেছে? সব প্রশ্নের উত্তর জানা যায় নাটকের শেষ ক্লাইমেক্সে। 

এ প্রসঙ্গে এফ এস নাঈম বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে স্বপ্ন ও বাস্তবতার মিশেলে। এই সময়ের বাস্তবতা উঠে এসেছে নাটকে। অনেক দিন পর তানিয়া বৃষ্টির সঙ্গে কাজ হলো। সে অনেক সেনসেবল, অভিনয়ে মনোযোগী। ব্যক্তি তানিয়াও অনেক বন্ধুবাৎসল ও মিশুক। শুটিংটা আড্ডা ও গল্পে কেটেছে আমাদের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘সুন্দর গল্পের একটি নাটক। নাঈম ভাই দারুণ একজন অভিনেতা। শুটিং সেটে অনেক হেল্প করেছেন আমাকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

পরিচালক জহির খান বলেন, ‘বাস্তবতা আর কল্পনার মিশ্রণে লেখা হয়েছে নাটকের গল্প। ফলে একধরনের রহস্যের ভেতর দিয়ে নাটকের শেষ প্রান্তে পৌঁছে যাবেন দর্শক। উপভোগ করবেন নাঈম-তানিয়া জুটির অনবদ্য অভিনয়।’

যে স্বপ্ন ভালোবাসি না নাটকে আরও অভিনয় করেছেন রহিম সুমন, রাজীব ঘোষ, ত্বহা খান, হামিদুর রহমান প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত