সিটি নির্বাচনে ভরাডুবির পর ঢেলে সাজানোর উদ্যোগ

শিপুল ইসলাম, রংপুর
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৩৩
Thumbnail image

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ড. দেলওয়ার হোসেন বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের একটা বিপর্যয় হয়েছে। সেখান থেকে দলকে আবার আমরা ঢেলে সাজাব।

আগামীতে রংপুরকে আমরা নৌকার দুর্গ হিসেবে গড়ে তুলব।’ গতকাল সোমবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে ড. দেলওয়ার হোসেন এসব কথা বলেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটিতে এ কে এম শাহাদাত হোসেন বকুলকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক এবং ড. দেলওয়ার হোসেনকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর জেলা ও মহানগরের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘যে কারণেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক না কেন, তা মেনে নিয়েছি। কেন্দ্রীয় কমিটির ক্ষমতা আছে তারা সংগঠনের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এটাকে আমি স্বাগত জানাই।’

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে যে প্রার্থী দেওয়া হয়েছিল তাঁর তেমন জনপ্রিয়তা নেই। তবুও কেন্দ্র থেকে আমাদের তাঁর পাশে থাকতে বলা হয়েছিল। যাতে সম্মানজনক একটা ফলাফল আসে। কিন্তু অনেকেরই অনীহা ছিল, তাই ফলাফল খুবই খারাপ হয়। আমি প্রতিদিনই প্রার্থীর সঙ্গে ছিলাম। মূলত নির্বাচনে এমন পরাজয়কে কেন্দ্র করে কমিটি বিলুপ্ত করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত