Ajker Patrika

ভূত হয়ে আবারও চমকে দিলেন শ্রদ্ধা

ভূত হয়ে আবারও চমকে দিলেন শ্রদ্ধা

বলিউডের অন্য নায়িকাদের তুলনায় শ্রদ্ধা কাপুরের কাজের সংখ্যা অনেকটা কম। গত বছর মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নামের ওই সিনেমায় রণবীর কাপুরের নায়িকা হয়ে ভালোই মাত করেছিলেন তিনি। এ বছরটা প্রায় শূন্য যাচ্ছিল শ্রদ্ধার। ১৫ আগস্ট সেই শূন্যতা পূরণ করল ‘স্ত্রী টু’। হলে এসেই বাজিমাত করেছে ভৌতিক কমেডি ঘরানার সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস জানিয়েছে, মুক্তির মাত্র চার দিনেই ৫০ কোটি বাজেটের স্ত্রী টু বিশ্বজুড়ে আয় করেছে ২৮৩ কোটি রুপি। শুধু ভারতের বাজার থেকেই এসেছে ২০০ কোটির বেশি। এ বছর এখন পর্যন্ত বলিউডে যত সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসার নিরিখে সে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ত্রী টু। প্রায় ৩৪০ কোটি রুপি আয় করে ‘ফাইটার’ আছে প্রথম স্থানে। সিনেমা বিশ্লেষকদের আশা, স্ত্রী টুর এই ধারা অব্যাহত থাকলে শিগগির ফাইটারকেও ছাড়িয়ে যাবে। 

এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল শি নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। ভারতের মধ্যপ্রদেশের চান্দ্রেয়ী শহরের এক লোককাহিনি নিয়ে সিনেমাটি তৈরি। প্রতিবছর ওই শহরে চার দিনের ধর্মীয় উৎসব চলে। ওই সময় আবির্ভাব হয় স্ত্রী নামের এক ভূতের। সে রাতের আঁধারে বিভিন্ন পুরুষকে তুলে নিয়ে যায়। এ রহস্য ভেদ করতে নামে রাজকুমারসহ তার বন্ধুরা। প্রথম পর্বে স্ত্রীর সঙ্গে তাদের সখ্য হয়।

শ্রদ্ধা কাপুর ছবি: ইনস্টাগ্রামদ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেন শ্রদ্ধা। সবাই মিলে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে নামে। একসময় রাজকুমারের চরিত্রটি জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সে আসলে ভূত। পৃথিবীতে এসেছিল প্রতিশোধ নিতে। স্ত্রী টু সিনেমার রহস্য, ভয়াবহতা ও কমেডি দারুণ পছন্দ করেছেন দর্শক। প্রশংসিত হচ্ছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ সিনেমার অভিনয়শিল্পীরা।

শ্রদ্ধা কাপুর ছবি: ইনস্টাগ্রামকিছুদিন আগে খবর এসেছিল, নির্মিত হচ্ছে হৃতিক রোশনের ‘কৃষ’ সিনেমার চতুর্থ পর্ব। তাতে হৃতিকের নায়িকা থাকবেন শ্রদ্ধা কাপুর। তবে গতকাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, এখনো শ্রদ্ধার সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানের। এখনো কৃষ ফোরের চিত্রনাট্য লেখা চলছে। শেষ হলেই অভিনয়শিল্পী বাছাইয়ে মন দেবেন নির্মাতা।শ্রদ্ধা কাপুর ছবি: ইনস্টাগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত