Ajker Patrika

রাবি ছাত্রকে র‍্যাগিং: মেস ছেড়েছেন ভুক্তভোগী

রাবি প্রতিনিধি
রাবি ছাত্রকে র‍্যাগিং: মেস ছেড়েছেন ভুক্তভোগী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থী মোহাম্মদ রকিকে র‌্যাগিং ও প্রাণনাশের হুমকির ঘটনার পর মেস ছেড়ে দিয়েছেন তিনি। প্রাণনাশের আশঙ্কা থেকেই মেস ছেড়ে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এলাকার এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর কক্ষে অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুরের লেবুবাগানের একটি মেসে নিজ কক্ষে র‌্যাগিংয়ের শিকার হন রকি। তাঁকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মতো করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি রাবির দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাবিল।

গতকাল বুধবার রকি বলেন, ‘ঘটনার পর থেকে আতঙ্ক কাজ করছে। প্রাণনাশের ভয়ে মেস ছেড়ে চলে এসেছি। বর্তমানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এক বড় ভাইয়ের কাছে অবস্থান করছি। আমি ক্যাম্পাসে যেতেও ভয় পাচ্ছি। ফলে ক্যাম্পাসে শুধু ক্লাস করেই হলে চলে আসছি। কারণ, সেদিনের ঘটনায় মার্কেটিং বিভাগের অনেকেই আমাকে চিহ্নিত করে রেখেছেন। যেকোনো মুহূর্তে তাঁরা আমাকে আক্রমণ করতে পারেন। এমনকি আমি মেসে ফেলে আসা একটি বক্স আনতে যেতেও ভয় পাচ্ছি।’

এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে বিষয়টি অভ্যন্তরীণভাবে মীমাংসা করার চেষ্টার অভিযোগ করেছেন রকি। তবে তাঁর বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা এ ধরনের কোনো মীমাংসায় যাবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত