১১ গণগ্রন্থাগারে সরঞ্জামাদি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৯
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২৫

ব্রাহ্মণবাড়িয়ার মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি গণগ্রন্থাগারে আসবাবপত্রসহ সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণগ্রন্থাগার অধিদপ্তরের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের অধীনে এই সামগ্রী বিতরণ করা হয়।

গণগ্রন্থাগারগুলো হলো জেলার নাসিরনগর উপজেলার নূর উদ্দিন আহম্মেদ পাঠাগার, মনন চর্চা কেন্দ্র, ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ পাঠাগার, সরাইল উপজেলার আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগার, আব্দুল মালেক স্মৃতি গণপাঠাগার, বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগার, আব্দুর নূর স্মৃতি পাঠাগার, অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার, নবীনগর উপজেলার অধ্যাপক এমদাদুল হক স্মৃতি পাঠাগার, গ্রাম পাঠ সংঘ, জেলা কারাগার ও জেলা সরকারি গণগ্রন্থাগার।

এই ব্যাপারে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম লিমন বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের অধীনে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত