অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী)
পদ্মাকন্যাখ্যাত রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসন। বর্তমানে এ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। বর্তমান সংসদ সদস্য জিল্লুল হাকিমের হাত ধরে আবারও জয় চায় দলটি। তবে দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। বিএনপি ভরসা করছে সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর ওপর। তবে দ্বন্দ্ব আছে দলটিতে।
এ আসনে চারবার আওয়ামী লীগ, দুবার বিএনপি, একবার জামায়াতে ইসলামী, দুবার জাতীয় পার্টি ও দুবার জাসদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ২০০৮ সাল থেকে এ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। আগামী নির্বাচনেও তিনিই দলীয় মনোনয়ন চাইবেন। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকসহ বেশ কয়েকজন মনোনয়ন দৌড়ে রয়েছেন।
দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের কারণে বিএনপির রাজনীতি এখন অস্তিত্ব-সংকটে। কেন্দ্রীয় কোনো কর্মসূচি দিলেও তা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে দলটির নেতা-কর্মীদের। জানা যায়, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের মধ্যে চলছে বিরোধ। নেতা-কর্মীরা এই দুই নেতার অনুসারী হয়ে মাঝেমধ্যে আলাদাভাবে কর্মসূচি পালন করে থাকেন। নির্বাচনে গেলে এ দুজনের মধ্যে যে কেউ বিএনপির মনোনয়ন পাবেন।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জিল্লুল হাকিমের নেতৃত্বে এরই মধ্যে ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। এবারও তিনি মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘এ আসনে জিল্লুল হাকিমের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন তিনি।
একশ্রেণির তথাকথিত রাজনৈতিক বসন্তের কোকিলদের আমরা দেখতে পাই। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই।’
নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম বলেন, ‘আগামী নির্বাচনে এ আসনের মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছে না। বিএনপির রাজনীতি শুধু চায়ের দোকানেই। বিএনপির আমলের অন্যায়-অত্যাচার-লুটপাট ও দুর্নীতির কথা এখনো মানুষ ভোলেনি।’
বয়সে তরুণ ও কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচি জেলা পর্যায়ে বাস্তবায়ন করায় দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন হারুন আর রশিদ হারুন। তবে কেউ কেউ মনে করছেন এবারও বিএনপির দলীয় মনোনয়ন পাবেন সাবু।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নাসিরুল হক সাবুর কোনো বিকল্প নেই। যাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপির পদে রয়েছেন, তাঁদের তৃণমূলের নেতা-কর্মীরা দাঁতভাঙা জবাব দেবেন।’
নাসিরুল হক সাবু বলেন, ‘এই মুহূর্তে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো কিছু ভাবছি না। অবশ্যই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে মাঠপর্যায়ে কাজ করব।’ দলের বিভক্তির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এখানে গ্রুপিং থাকতেই পারে। তবে রাজবাড়ীতে যাঁরা গ্রুপিং সৃষ্টি করছেন, খোঁজ নিয়ে দেখুন তাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছেন। দল ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে।’
আবুল হোসেন ও লোকমান হোসেন মাস্টার মৃত্যুবরণ করায় নেতৃত্বের সংকটে রয়েছে জাতীয় পার্টি। নির্বাচন সম্পর্কে প্রশ্ন করলে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান বাচ্চু বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। এখনো কোনো সিদ্ধান্ত কেন্দ্র আমাদের জানায়নি। আমরা এখনো এ আসন থেকে কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাইনি।’
তবে ১৯৮৬ সালে নির্বাচিত রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিলু চৌধুরীর বিদেশ ফেরত ছেলে রিতু চৌধুরী জাতীয় পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।
পদ্মাকন্যাখ্যাত রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসন। বর্তমানে এ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। বর্তমান সংসদ সদস্য জিল্লুল হাকিমের হাত ধরে আবারও জয় চায় দলটি। তবে দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। বিএনপি ভরসা করছে সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর ওপর। তবে দ্বন্দ্ব আছে দলটিতে।
এ আসনে চারবার আওয়ামী লীগ, দুবার বিএনপি, একবার জামায়াতে ইসলামী, দুবার জাতীয় পার্টি ও দুবার জাসদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ২০০৮ সাল থেকে এ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। আগামী নির্বাচনেও তিনিই দলীয় মনোনয়ন চাইবেন। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকসহ বেশ কয়েকজন মনোনয়ন দৌড়ে রয়েছেন।
দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের কারণে বিএনপির রাজনীতি এখন অস্তিত্ব-সংকটে। কেন্দ্রীয় কোনো কর্মসূচি দিলেও তা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে দলটির নেতা-কর্মীদের। জানা যায়, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের মধ্যে চলছে বিরোধ। নেতা-কর্মীরা এই দুই নেতার অনুসারী হয়ে মাঝেমধ্যে আলাদাভাবে কর্মসূচি পালন করে থাকেন। নির্বাচনে গেলে এ দুজনের মধ্যে যে কেউ বিএনপির মনোনয়ন পাবেন।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জিল্লুল হাকিমের নেতৃত্বে এরই মধ্যে ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। এবারও তিনি মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘এ আসনে জিল্লুল হাকিমের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন তিনি।
একশ্রেণির তথাকথিত রাজনৈতিক বসন্তের কোকিলদের আমরা দেখতে পাই। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই।’
নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম বলেন, ‘আগামী নির্বাচনে এ আসনের মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছে না। বিএনপির রাজনীতি শুধু চায়ের দোকানেই। বিএনপির আমলের অন্যায়-অত্যাচার-লুটপাট ও দুর্নীতির কথা এখনো মানুষ ভোলেনি।’
বয়সে তরুণ ও কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচি জেলা পর্যায়ে বাস্তবায়ন করায় দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন হারুন আর রশিদ হারুন। তবে কেউ কেউ মনে করছেন এবারও বিএনপির দলীয় মনোনয়ন পাবেন সাবু।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নাসিরুল হক সাবুর কোনো বিকল্প নেই। যাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপির পদে রয়েছেন, তাঁদের তৃণমূলের নেতা-কর্মীরা দাঁতভাঙা জবাব দেবেন।’
নাসিরুল হক সাবু বলেন, ‘এই মুহূর্তে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো কিছু ভাবছি না। অবশ্যই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে মাঠপর্যায়ে কাজ করব।’ দলের বিভক্তির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এখানে গ্রুপিং থাকতেই পারে। তবে রাজবাড়ীতে যাঁরা গ্রুপিং সৃষ্টি করছেন, খোঁজ নিয়ে দেখুন তাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছেন। দল ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে।’
আবুল হোসেন ও লোকমান হোসেন মাস্টার মৃত্যুবরণ করায় নেতৃত্বের সংকটে রয়েছে জাতীয় পার্টি। নির্বাচন সম্পর্কে প্রশ্ন করলে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান বাচ্চু বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। এখনো কোনো সিদ্ধান্ত কেন্দ্র আমাদের জানায়নি। আমরা এখনো এ আসন থেকে কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাইনি।’
তবে ১৯৮৬ সালে নির্বাচিত রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিলু চৌধুরীর বিদেশ ফেরত ছেলে রিতু চৌধুরী জাতীয় পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪